সচিবালয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪০ জন হাসপাতালে

- Update Time : ১০:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৫৫ Time View
শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় প্রায় ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) প্রমুখ।
আহত শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে, এতে অনেক শিক্ষার্থী আহত হন।
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত হয়ে প্রায় ৪০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বিভিন্ন দাবিতে সচিবালয়ে প্রবেশ করা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের করে দিয়েছেন। এর আগে প্রায় দুই ঘণ্টা ধরে সচিবালয় ঘিরে বিক্ষোভে অংশ নেন তারা। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটকে জোর করে প্রবেশ করে বিক্ষোভ মিছিল নিয়ে ভেতরে ঢুকে পড়েন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় তারা নানা স্লোগান দেন।
বিক্ষোভের জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনের সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ধানমন্ডির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছেন।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার দুপুর সোয়া ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে মিছিল বের করে সচিবালয় এলাকায় অবস্থান নেন। পরে বিকেল পৌনে ৪টার দিকে তারা প্রধান ফটক অতিক্রম করে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। প্রবেশের পর শিক্ষার্থীরা সচিবালয়ের ৭ ও ৮ নম্বর ভবনের সামনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সচিবালয় এলাকা থেকে সরিয়ে দেন।
সচিবালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে সচিবালয় থেকে বের হয়ে তারা ইট-পাটকেল ছোড়েন। উত্তেজনাকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে তারা সচিবালয় এলাকায় অবস্থান করছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়