ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২১ Time View

সচিবালয় ভাতার দাবিতে কর্মচারীদের বিক্ষোভ।

সচিবালয়ে কর্মরত সবার জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার দুপুর আড়াইটার পর তারা সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টা।

সচিবালয় নিরাপত্তা বিভাগের পুলিশের উপ-কমিশনার জহিরুল ইসলাম বলেন, “তারা ভাতার দাবিতে উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করতে এসেছেন এবং সেখানে অবস্থান নিয়ে আছেন।”

এক প্রশ্নের যেভাবে এই পুলিশ কর্মকর্তারা বলেন, “উপদেষ্টা মহোদয় তাদের কয়েকজন নেতাকে ডেকেছেন, তারা কথা বলছেন।”

আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, “তারা ভাতার দাবিতে আন্দোলন করছেন এবং আজকের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানাচ্ছেন। অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব তাদের নিয়ে বসেছেন, এ বিষয়ে কথাবার্তা বলছেন।”

বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকশ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে হ্যান্ড মাইকে ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা বলেন, “উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ আমাদেরও থাকতে হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের বাইরে নানা ধরনের ভাতা পেলেও আমরা বঞ্চিত। সে কারণে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে এই আন্দোলন।”

Please Share This Post in Your Social Media

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

সচিবালয়ে কর্মরত সবার জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার দুপুর আড়াইটার পর তারা সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টা।

সচিবালয় নিরাপত্তা বিভাগের পুলিশের উপ-কমিশনার জহিরুল ইসলাম বলেন, “তারা ভাতার দাবিতে উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করতে এসেছেন এবং সেখানে অবস্থান নিয়ে আছেন।”

এক প্রশ্নের যেভাবে এই পুলিশ কর্মকর্তারা বলেন, “উপদেষ্টা মহোদয় তাদের কয়েকজন নেতাকে ডেকেছেন, তারা কথা বলছেন।”

আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, “তারা ভাতার দাবিতে আন্দোলন করছেন এবং আজকের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানাচ্ছেন। অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব তাদের নিয়ে বসেছেন, এ বিষয়ে কথাবার্তা বলছেন।”

বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকশ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে হ্যান্ড মাইকে ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা বলেন, “উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ আমাদেরও থাকতে হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের বাইরে নানা ধরনের ভাতা পেলেও আমরা বঞ্চিত। সে কারণে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে এই আন্দোলন।”