সকল রাজনৈতিক সংগঠনের জন্য শহিদ জিয়া এক অভিন্ন চরিত্র: ইবি ভিসি
- Update Time : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৪৯৫ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবিত নাই কিন্তু তার আদর্শ বেঁচে আছে। তিনি শুধু আজকের দিনের জন্য আদর্শ নয় বরং তিনি ফ্যাসিস্ট রেজিমের বাইরে সকল রাজনৈতিক সংগঠনের জন্য এক অভিন্ন চরিত্র। তিনিই স্বপ্ন দেখেছিলেন ঐক্য এবং সংহতির মাধ্যমে দেশের উন্নয়ন ঘটাতে। তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হব।’
আজ শুক্রবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি শেষে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘আজ মহান সিপাহী বিপ্লব ও জাতীয় সংহতি দিবস। ভারতীয় আগ্রাসন বিরোধী এবং আওয়ামী অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন সিপাহীরা জিয়ার প্রতি আস্থা রেখেছিল। তিনি জনগনের আকাঙ্ক্ষায় রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, আপামর জনতাই তাকে ক্ষমতায় বসিয়েছিল। রাষ্ট্রনায়ক জিয়া দেখেছিলেন বিভক্তির মাধ্যমে উন্নত দেশ গড়া সম্ভব না। যখন সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে জাতিকে সাংগঠনিকভাবে আদর্শিকভাবে বিভক্ত করা হয়েছিল, জিয়াউর রহমান ক্ষমতায় এসেই তিনি চতুর্থ সংশোধনী বিলুপ্ত করেন।’
তিনি আরও বলেন, ‘তিনি বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ তৈরি করেছিলেন। তিনি সংবিধানের ৫ম সংশোধনী করে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সবাই বাংলাদেশী জনগোষ্ঠী। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ পুনরুজ্জীবিত করেছিলেন।’
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর-সহ প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জিয়া পরিষদ, জাতীয়তাবাদী কর্মকর্তা ও শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



































































































































































































