‘ষড়যন্ত্রকারীদের বলে দেবেন আপা আর আসবে না’

- Update Time : ১০:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ৩৬ Time View
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেছেন- ‘ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না।’
মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপস্থিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, শত্রুরা কিন্তু আবার আসার প্রস্তুতি নিচ্ছে। তাই জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জুলাই যোদ্ধাদের উদ্দেশ করে সাইফুল ইসলাম সানতু বলেন, আপনারা আপনাদের ভাইদের কখনো ভুল বুঝবেন না। আপনারা যারা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যুক্ত হয়েছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না। তবে আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি, আমাদেরও আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হবে।
তিনি বলেন, আপনারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে মুক্ত রাখতে চান, তবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বক্তব্য রাখেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়