শ্রীলঙ্কায় গেলে সাকিবকে পাথর মারার হুমকি ম্যাথিউজের ভাইয়ের
- Update Time : ০৭:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ৩২৭ Time View
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলা ম্যাথিউজকে আউট (টাইমড আউট) করায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে পাথর নিক্ষেপের হুমকি দিয়েছেন ম্যাথিউজের ভাই ট্রিভিন ম্যাথিউজ।
ভারতীয় পত্রিকা ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রিভিন ম্যাথিউজ সাকিবকে পাথর মারার হুমকি দিয়েছেন।
ট্রিভিন বলেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশ অধিনায়কের ক্রিকেটীয় চেতনা নেই; সে ভদ্রলোকের খেলায় মানবতা দেখাতে পারেনি। সাকিবকে শ্রীলঙ্কায় আনা হবে না। যদি সে কোনো আন্তর্জাতিক ম্যাচ অথবা লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে যায়, তাহলে তাকে পাথর মারা হবে অথবা তাকে দর্শকদের দুয়ো শুনতে হবে।’
গত সোমবারের ওই ম্যাচে লঙ্কান ব্যাটার সাদিরা সামারাবিক্রমার ক্যাচ আউটের পর এক মিনিট ১০ সেকেন্ড পর মাঠে নামেন ম্যাথিউজ। এরপর তার হেলমেটের স্ট্যাপে ত্রুটি দেখার পর ডাগআউটের দিকে ইশারা করে নতুন হেলমেট আনতে বলেন।
ম্যাথিউজ যখন নতুন হেলমেট নিয়ে প্রস্তুত হচ্ছিলেন, ততক্ষণে আগের ব্যাটার আউট হওয়ার আড়াই মিনিট সময় পার হয়ে গিয়েছিল। এ সময় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বিষয়টি আম্পায়ারকে জানালে বোলিং প্রান্তে থাকা আম্পায়ার মারেইস ইরাসমাস ম্যাথিউজকে আউটের ঘোষণা দেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আইন অনুসারে, একজন ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটার দুই মিনিটের মধ্যে নিজের প্রথম বল মোকাবেলা করতে হবে। কিন্তু ম্যাথিউজ সেই নিয়ম ভঙ্গ করায় আম্পায়ার তাকে আউট দেন। যা নিয়ে ক্রিকেট-বিশ্বে চলছে আলোচনা সমালোচনার ঝড়।


























































































































































































