ব্রেকিং নিউজঃ
শ্রীপুর সরকারী কলেজে বিকেবি’র তারুন্যের উৎসব
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৯:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৮৭ Time View
বাংলাদেশ কৃষি ব্যাংক, শ্রীপুর শাখার উদ্যোগে “তারুন্যের উৎসব ২০২৫’ শ্রীপুর সরকারী কলেজ, শ্রীপুর, গাজীপুর এর ছাত্রছাত্রীদের অংশগ্রহনে বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক ও শাখার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থেকে তরুন প্রজন্মকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করণের মাধ্যমে দেশের মূলধারার অর্থনৈতিক কর্মকান্ডে সরাসরি অংশগ্রহণের আহ্বান জানান।
ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার স্বপ্ন নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘কৃষি ব্যাংক তারুন্য সঞ্চয় স্কীম’ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিসকে অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য ব্যাংক শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।





































































































































































































