শ্রীপুরে ৯ দফা দাবীতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

- Update Time : ০৪:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩০ Time View
গাজীপুরের শ্রীপুরে ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে রঙ রুই বিডি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার সকাল ১০ টা থেকে উপজেলার টেপিরবাড়ি এলাকায় শ্রমিকরা কর্মবিরতি পালন করে।
শ্রমিকদের হাতে লেখা ৯ দফা দাবীগুলো হলো, ৯% বৃদ্ধি হয়েছে, সেটা আমাদের দিতে হবে। হাজিরা বোনাস ১০০০ টাকা দিতে হবে। টিফিন/ইফতার বিল ১০০ টাকা দিতে হবে। প্রত্যেককে বেতন বৃদ্ধি করতে হবে। বিজিএমইএ ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী কারখানা চলতে হবে। সবাইকে ঈদ বোনাস দিতে হবে। ছুটিতে থাকলে হাজিরা ও বোনাস কর্তন করা যাবে না। সাপ্তাহিক টার্গেট অনুযায়ী কাজের টাকা দিতে হবে। পুরাতন শ্রমিক, নতুন শ্রমিক ও কর্মকর্তা সকলের বেতন সমান হারে বাড়াতে হবে।
গাজীপুর শিল্প পুলিশের উপ পরিদর্শক আব্দুল লতিফ খান জানান, শ্রমিকরা জানান,ঘোষিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধ করার কথা থাকলেও জানুয়ারি মাসের বেতনের সাথে এগুলো দেওয়া হয়নি। এতে কারখানার ৮ শতাধিক শ্রমিক কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করে। এসব দাবিতে বিক্ষোভ করে।
এ বিষয়ে কারখানার এডমিন ম্যানেজার আল-হাসানকে তিন বার ফোন দিলে ফোন ধরেননি।