ব্রেকিং নিউজঃ  
                    
                    শ্রীপুরে সাইদুলের বিচারের দাবীতে মানববন্ধন
 
																
								
							
                                
                              							  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি									
								
                                
                                - Update Time : ০৬:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ১০০ Time View
গাজীপুরের শ্রীপুরে ভূমিদস্যু, মামলাবাজ, সাবেক এসপি হারুনের ফর্মা, কবরখেকো, অবৈধ দখলবাজ, গ্রেফতার বাণিজণ্যের রাজপুত্র সাইদুলের বিচারের দাবীতে মানববন্ধন। শনিবার বিকালে উপজেলা তেলিহাটি মুলাইদ গ্রামে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আব্দুল বাতেনের মেয়ে ভুক্তভোগী ফাতেমা বলেন, এখানে আমার বাপের দাদারা এবং আমার নিজের দাদারা সকলেই গোরস্থান এটাই কিন্তু এই ফর্মা সাইদুল ইসলামে দখল করে ১০ তলা ফ্লাট নির্মাণ করছে এখানে আমাদের গোরস্থানের ৩ শতাংশ জমি আছে এখন আধা শতাংশ জমি নেই সমস্ত জমি দখল করে বাড়ি নির্মাণ করছে আমরা বাধা দিতে গেলে আমাদেরকে হুমকি-ধুমকি ও মেরে ফেলার কথা বলেন।
এ বিষয়ে অভিযুক্ত সাইদুল জানান, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট। আমি কারো জমি দখল করিনি।
নওরোজ/এসএইচ
 
					 
																			





































































































































































































