শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

- Update Time : ০৪:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৯৪ Time View
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় তাদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে (১৪ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে ৯টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার ব্যরিষ্টার সজীব আহমেদ এর নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, সহকারি পুলিশ সুপার,(কালিয়াকৈর সার্কেল) মোঃ আফজাল হোসেন খান, শ্রীপুর রেঞ্জের কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, শ্রীপুর মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ জয়নাল আবেদিন মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ও সাংবাদিকসহ প্রমুখ। পরে শহীদের আত্মর মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময়জুড়ে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানী বাহিনী। ডিসেম্বরের মধ্যভাগে মুক্তিযুদ্ধের বিজয় যখন নিশ্চিত ঠিক তখনই হত্যা করা হয় বাংলাদেশের প্রথিতযশা বুদ্ধিজীবীদের। উদ্দেশ্য ছিল দেশকে পঙ্গু করে দেওয়া।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,চিকিৎসক,শিল্পী, লেখক,সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে। স্বাধীনতার পর থেকে প্রতিবছর ১৪ ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।
নওরোজ/এসএইচ