শ্রীপুরে মামার হাতে ভাগিনা খুন
- Update Time : ০৪:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ২৭৬ Time View
গাজীপুরের শ্রীপুরে মামার হাতে ভাগিনা খুনের ঘটনা ঘটেছে। নিহত শাহারিয়ার (২৩) নেত্রকোনা জেলার আটপাড়া থানার চারিগাতিয়া গ্রামের ললিত মিয়া ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) দুপুর ১২ টায় পৌরসভার ৭নং ওয়ার্ডের লিচুবাগান এলাকায় মৃত আঃ হাইয়ের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।শাহরিয়ার প্যারামাউন্ট টেক্সটাইল মিলের কর্মচারী ছিল।
পুলিশ ও স্থানীরা জানান, শাহরিয়ারের মামা রনি তার মায়ের কাছে টাকা পাওয়াকে কেন্দ্র করে দুপুর ১২টায় কথা কাটাকাটির এক পর্যায় মামা রনি(১৯) কেচি দিয়ে বুকের বাম পাশে আঘাত করলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জয়নাল আবেদীন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নওরোজ/এসএইচ

























































































































































































