শ্রীপুরে আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত

- Update Time : ০৬:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৬৪ Time View
গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার বৈরাগীরচালা রওজাতুল উলুম কওমী মাদরাসা মাঠে ওয়াজ মাহফিল শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বৈরাগীরচালা রওজাতুল উলুম কওমী মাদরাসার সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম (বাচ্চু)। আরও বক্তব্যে রাখেন আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার ভূঁইয়া। ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় গাজীপুর জেলার বিভিন্ন মাদ্রাসার ৪০০ জন হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নেন। গতকাল বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত প্রতিযোগীতায় দুই গ্রুপর মোট ১০ জন বিজয়ীকে ২০ হাজার থেকে ২০০০ হাজার টাকা পর্যন্ত টাকা পুরষ্কার দেওয়া হয়।
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সাত্তার ভূঁইয়া জানান, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কুরআন চর্চার বিকল্প নেই। মানুষকে দুনিয়া ও আখিরাতে মুক্তি পেতে হলে কুরআন পড়া এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা অবশ্যই কর্তব্য।