শ্রীনগরে ১০ বছরের শিশুর মৃত্যু, স্বজনদের দাবী সৎ মায়ের নির্যাতনের শিকার
- Update Time : ০১:৩৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ২২ Time View
মুন্সীগঞ্জের শ্রীনগরে সৌদি প্রবাসীর ১০ বছরের শিশু জুবায়ের এর মৃত্যু হয়েছে। শিশুটির নানাবাড়ী স্বজনদের দাবী সৎ মা রূপা বেগমের নির্যাতনের কারণেই জুবায়েরের মৃত্যু হয়।
গত বুধবার বিকেল ৫ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সৎ মা রূপা বেগমসহ ৩ জন আটক করেছে।
নিহত জুবায়ের এর নানার পরিবার সুত্রে জানা যায়, জুবায়ের এর মায়ের সাথে বাবা আরিফের বিয়ের পর নানাবাড়ীর লোকজন টাকা পয়সা খবচ করে আরিফকে সৌদি আরব পাঠায়। এরপর থেকে আরিফ সৌদি আরবে থাকা অবস্থায় মোবাইল ফোনে কামারগাঁও এলাকার ডির্ভোসী রূপা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।
এ নিয়ে জুবায়েরের মায়ের সাথে আরিফের ঝগড়া হলে জুবায়েরের মা তার পিত্রালয়ে চলে আসে এবং স্বামীর প্রতি রাগে ক্ষোভে ৫ বছরের জুবায়েরকে রেখে আত্মহত্যা করে।
পরবর্তীতে আরিফ প্রেমিকা রূপা বেগমকে বিয়ে করে ঘর সংসার শুরু করে এবং জুবায়েরকে নানাবাড়ী থেকে জোড়পূর্বক নিয়ে এসে সৎ মা রূপা বেগমের কাছে লালন পালন করতে দিয়ে পূনরায় আরিফ সৌদি আরবে চলে যায়।
মাঝে মধ্যে জুবায়েরের নানা-নানীসহ আত্মীয় স্বজনরা জুবায়ের এর সাথে দেখা করতে ঐ বাড়ীতে গেলে সৎ মা রুপা বেগম জুবায়েরকে নানাবাড়ী লোকজনদের সাথে দেখা করতে দিত না।
গত মঙ্গলবার জুবায়ের পাশ্ববর্তী বাড়ীর গাছ থেকে জাম্বুরা পাড়তে গেলে তাকে কয়েকজন ছেলেরা মারধর করে। এরপর জুবায়ের বাড়ীতে আসলে সৎ মা রুপা পুনরায় তাকে মারধর করে। এতে জুবায়ের অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে ডাক্তার জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৫ টার দিকে জুবায়েরের মৃত্যু হয়।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হুদা খান বলেন, জুবায়ের নামে একটি শিশু শারীরিক নির্যাতনের ফলে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের সৎ মা রূপাসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































