শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

- Update Time : ০৭:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪ Time View
চট্টগ্রামে আগুন লাগিয়ে শ্বশুরবাড়ি পুড়িয়ে দেওয়ার মামলায় ৫ বছর সাজাপ্রাপ্ত আসামি মো. রকিবুল হাসান ওরফে মিন্টুকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মিন্টু চট্টগ্রামের আনোয়ারা থানার মাহাতা গ্রামের কাজী মোহাম্মদ মিয়ার ছেলে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
র্যাব জানিয়েছে, কাজী রকিবুল হাসান মিন্টুর শ্বশুরবাড়ি নিজ এলাকা আনোয়ারায়। স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়।
পরে ২০১৩ সালের ১১ জুন মধ্যরাতে শ্বশুরের বসতঘরে আগুন দেয় মিন্টু। আগুনে বসতঘর পুড়ে যায়। এ ঘটনায় তার শ্বাশুড়ি আনোয়ারা থানায় একটি মামলা করেন।
মামলার পর থেকে মিন্টু আত্মগোপনে চলে যান। তার অনুপস্থিতিতে পুলিশ মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়।
তার অনুপস্থিতিতে আদালত বিচারকাজ পরিচালনা শেষে তাকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম করাদণ্ড দেন।
রায়ের পর ছায়াতদন্তে নামে র্যাব-৭। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার রহমান নগর এলাকা অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মিন্টুকে গ্রেফতার করে। তাকে আনোয়ারা থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা তাপস কর্মকার।