শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস
- Update Time : ১১:১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ২৪ Time View
উত্তরের বিভিন্ন জেলার গ্রামগুলোয় প্রকৃতিতে চাদর বেছানো শুরু করেছে কুয়াশা। সন্ধ্যা হতেই উত্তরা হাওয়া হিম বাতাসে জানান দিচ্ছে, শীত বেশ ঝেঁকে নামা শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার (১৪ নভেম্বর) তেঁতুলিয়ায় ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এ অবস্থায় মাসের শেষ দিকে সাগরে ঝড়ের পরিস্থিতি দেখা না দিলে তাপমাত্রা হয়তো দ্রুতই নামত। কুয়াশার চাদরে ঢেকে শৈত্যপ্রবাহ বিস্তৃত হতো সারা দেশে।
তবে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) বলছে, সাগরের পরিস্থিতি স্থিতিশীল হলে ডিসেম্বরে শৈত্যপ্রবাহ তার রূপ দেখাবে।
এক ফেসবুক পোস্টে টিমটির পক্ষ থেকে দেওয়া বলা হয়, এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে। তবে এর আগেই সারা দেশে শীত অনুভব হবে। কিন্তু তা শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার মতো তাপমাত্রা কমবে না।
এ থেকে বিষয়টি অনেকটাই স্পষ্ট, হিম শীতল ঠান্ডা নভেম্বরের পুরো সময়টাতেই উপভোগ করা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































