ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শাপলা চত্বরে হত্যা মামলা

শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

আইন-আদালত ডেস্ক
  • Update Time : ০৬:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ২১ Time View

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ সারাদেশে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়ায় মামলায় (মিস কেস) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপআধ ট্রাইব্যুনাল।

এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ১২ আগস্ট পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১২ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ মামলার ৯ আসামির মধ্যে ৪ জন কারাগারে আছেন। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্লা নজরুল ইসলাম। তারা অন্যান্য মামলায় গ্রেফতার ছিলেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আর বাকি ৫ জন পলাতক। তারা হলেন- শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

Please Share This Post in Your Social Media

শাপলা চত্বরে হত্যা মামলা

শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

আইন-আদালত ডেস্ক
Update Time : ০৬:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ সারাদেশে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়ায় মামলায় (মিস কেস) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপআধ ট্রাইব্যুনাল।

এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ১২ আগস্ট পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১২ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ মামলার ৯ আসামির মধ্যে ৪ জন কারাগারে আছেন। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্লা নজরুল ইসলাম। তারা অন্যান্য মামলায় গ্রেফতার ছিলেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আর বাকি ৫ জন পলাতক। তারা হলেন- শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।