ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: শেকৃবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
  • Update Time : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ১৭ Time View

শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টিমুখ

মানবতাবিরোধী অপরাধের মামলায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণাকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে “শেকৃবি শিক্ষার্থীবৃন্দ” ব্যানারে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলে শিক্ষার্থীদের, “খুনি হাসিনার দিন শেষ, মিষ্টি খাবে বাংলাদেশ”, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “হাসিনা ঝুলবে, বাংলাদেশ হাসবে”, “রশি লাগলে রশি দে, খুনি হাসিনার ফাঁসি দে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

একই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আনন্দ মিছিল শেষে শেকৃবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুজ্জামান নাঈম বলেন, “আমরা চাই খুব দ্রুতই হাসিনার ফাঁসি কার্যকর হবে এবং বাংলাদেশ ফ্যাসিস্ট চিরমুক্ত হবে এবং ভবিষ্যতে এরকম ফ্যাসিস্ট যেন তৈরি না হতে পারে হাসিনার ফাঁসি হবে তার একটা দৃষ্টান্ত।”

অন্যদিকে, উপস্থিত ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান ইন্টারিম সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। এছাড়া বিচারের বাইরে থাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক আছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমরা আনন্দ মিছিল করছি আপনারা এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য শিক্ষার্থীদের চাইলে একবেলা খাওয়াতেও পারেন, যদি আপনাদের ফান্ড লাগে তাহলে আমরাই ফিস্টের মত করে টাকা দিবো। আমরা শেখ হাসিনার ফাঁসির রায় শুনে একবেলা খেতে চাই আপনারা সেটা বাস্তবায়ন করেন।”

Please Share This Post in Your Social Media

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: শেকৃবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
Update Time : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণাকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে “শেকৃবি শিক্ষার্থীবৃন্দ” ব্যানারে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলে শিক্ষার্থীদের, “খুনি হাসিনার দিন শেষ, মিষ্টি খাবে বাংলাদেশ”, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “হাসিনা ঝুলবে, বাংলাদেশ হাসবে”, “রশি লাগলে রশি দে, খুনি হাসিনার ফাঁসি দে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

একই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আনন্দ মিছিল শেষে শেকৃবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুজ্জামান নাঈম বলেন, “আমরা চাই খুব দ্রুতই হাসিনার ফাঁসি কার্যকর হবে এবং বাংলাদেশ ফ্যাসিস্ট চিরমুক্ত হবে এবং ভবিষ্যতে এরকম ফ্যাসিস্ট যেন তৈরি না হতে পারে হাসিনার ফাঁসি হবে তার একটা দৃষ্টান্ত।”

অন্যদিকে, উপস্থিত ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান ইন্টারিম সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। এছাড়া বিচারের বাইরে থাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক আছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমরা আনন্দ মিছিল করছি আপনারা এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য শিক্ষার্থীদের চাইলে একবেলা খাওয়াতেও পারেন, যদি আপনাদের ফান্ড লাগে তাহলে আমরাই ফিস্টের মত করে টাকা দিবো। আমরা শেখ হাসিনার ফাঁসির রায় শুনে একবেলা খেতে চাই আপনারা সেটা বাস্তবায়ন করেন।”