শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

- Update Time : ০৪:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ১৫৯ Time View
সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) সাতক্ষীরা আমলি আদালত-২ এর বিচারক মো. সালাউদ্দীন মামলাটি আমলে না নিয়ে ২০৩ ধারা মোতাবেক খারিজ করে দেন।
এর আগে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার চেষ্টার অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর মামলাটির আবেদন করেছিলেন জেলার কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম। আবেদনটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছিলেন বিচারক।
মামলার বিবরণীতে তিনি শেখ হাসিনাকে ক্ষমতালোভী, মানবতাবিরোধী ও স্বৈরাচার হিসেবে আখ্যা দেন। সেই সঙ্গে তিনি আবেদনে হাসিনার বিরুদ্ধে ড. ইউনূস ও খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশাকারী হিসেবে অভিযোগ তোলেন। সাতক্ষীরা আমলি আদালত-২ এর পেশকার রিজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নওরোজ/এসএইচ