শেখ হাসিনাকে যারা এক্সিট দিয়েছেন তাদের ছাড় দেয়া হবে না : হাসনাত আব্দুল্লাহ

- Update Time : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৩৬ Time View
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (এক্সিট) দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, তাদের খুঁজে বের করতে হবে। তাদেরও ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ আমলে গুম-খুনের বিচারের দাবিতে আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন,দেশের প্রতিটি জায়গা থেকে ফেসিজমকে বিতাড়িত করতে হবে। ৭১ কে পুঁজি করে একে আওয়ামী লীগকরণ করেছে, তাদের বিচার হতে হবে। আর যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, তাদের খুঁজে বের করতে হবে। তাদেরও ছাড় দেয়া হবে না।
আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা হলে, আহত আন্দোলনকারীদের রক্তের ওপর পা দিয়ে সেটা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ভারত প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা যেন টেরোরিস্টদের আশ্রয় স্থল হয়ে না ওঠে। ভারতের সঙ্গে নতজানু কূটনীতি আর নয়।
একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, দল মত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, তখনই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। পুলিশকে টিস্যুর মত ব্যবহার করেছে আওয়ামী সরকার।
সারজিস আলম আরও বলেন, মামলা বাণিজ্য হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে। সেসব সফল হতে দেয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনী থেকে সবাইকে বলে দিচ্ছে, জনগণের সঙ্গে না থাকলে ওই হাসিনার মতই অবস্থা হবে। আগের মত অসমতার সম্পর্ক ভারতের সঙ্গে আর নয়। কোনো ধর্ম বা জাতির নামে কেউ উগ্রবাদী কিছু করার চেষ্টা করলে, সেটা আমরা সফল হতে দেব না। সবাই মিলে রুখে দিব। আমরা কাউকে আবার ফ্যাসিবাদ কায়েম করতে সুযোগ দেব না।
এদিকে গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, মোদিবিরোধী আন্দোলন, ডিএসএসহ বাংলাদেশে বিভিন্ন সময়ে হওয়া ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদে গণজমায়েতে হাজারো নির্যাতনের ঘটনা নিয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা।
সোহরাওয়ার্দী উদ্যানে এসে নিজেদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন তারা। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়