ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৬:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / ১১১ Time View

ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন রংপুর মহানগর যুবদল। অন্যথায় বিগত সাড়ে ১৬ বছরে সংঘটিত গণহত্যার ইতিহাস ধামাচাপা পড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনটির নেতারা।

বুধবার (২১ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সকল গণহত্যায় জড়িত হুকুমদাতা, খুনি ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবদল।

বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর নগরীর গ্রাণ্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন। এতে বক্তব্য রাখেন, মহানগর যুবদলে সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ।

যুবদল নেতারা বলেন, বিগত সাড়ে ১৬ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে -খুন-গুম-জখম করা হয়েছে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্ত্বরে শত শত আলেম-ওলামা, নিরীহ মাদ্রাসা ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা, লাশ গুম করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুথানেও হাজারের বেশি শিশু-ছাত্র-যুবকক পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৬ বছরে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সকল হত্যাকান্ডের সরাসরি নির্দেশ দাতা, তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন। এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই থাকুক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সমাবেশে রংপুর মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৬:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন রংপুর মহানগর যুবদল। অন্যথায় বিগত সাড়ে ১৬ বছরে সংঘটিত গণহত্যার ইতিহাস ধামাচাপা পড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনটির নেতারা।

বুধবার (২১ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সকল গণহত্যায় জড়িত হুকুমদাতা, খুনি ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবদল।

বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর নগরীর গ্রাণ্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন। এতে বক্তব্য রাখেন, মহানগর যুবদলে সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ।

যুবদল নেতারা বলেন, বিগত সাড়ে ১৬ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে -খুন-গুম-জখম করা হয়েছে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্ত্বরে শত শত আলেম-ওলামা, নিরীহ মাদ্রাসা ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা, লাশ গুম করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুথানেও হাজারের বেশি শিশু-ছাত্র-যুবকক পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৬ বছরে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সকল হত্যাকান্ডের সরাসরি নির্দেশ দাতা, তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন। এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই থাকুক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সমাবেশে রংপুর মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।