শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান

- Update Time : ০১:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ৯৫ Time View
সাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এসে আদালতে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কথা বলেছেন। ওনার নিজের বক্তব্য আপনারা এক্সামিন (পর্যালোচনা) করে দেখেন। ওনারা (বিভিন্ন সময়ে অন্যদের) বলেছেন, ‘সাহস থাকলে বাংলাদেশে এসে আদালতের সামনে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হন। ’ আশা করি উনি এটা বিশ্বাস করেন এবং এটা ওনার জন্য ভালো হবে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ওনার বক্তব্য, উনি যে দর্শনে বিশ্বাস করেন, প্রত্যেকটা আসামির উচিত আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হওয়া, উনি হয়তো সেটাই করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১৭ অক্টোবর থেকে বিচারিক কার্যক্রম শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আরেক মামলা ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
নওরোজ/এসএইচ