ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা, অভিষেক হচ্ছে মাহিদুলের ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন গ্রেপ্তার কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব খালেদা জিয়া হাসপাতালে নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে যেতে চাই না : সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পেট্রল পাম্পে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু ব্যাংককে প্রধান বিচারপতির সঙ্গে থাইল্যান্ডের বিচারমন্ত্রীর বৈঠক ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভায় ডিইউজে নির্বাচনে ঐক্যবদ্ধ প্যানেলের সিদ্ধান্ত গৃহীত
কৃষিবিদদের তিন দফা দাবিতে স্লোগানে মুখরিত সড়ক

শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও অবরোধ

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৩:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ৩৬৭ Time View

কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দুপুর ১টার দিকে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

এর আগে, বুধবার (২৭ আগস্ট) রাতে এক আলোচনা শেষে এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। পরে ‘কৃষিবিদ ঐক্য পরিষদের’ ফেসবুক গ্রুপ থেকে উক্ত কর্মসূচির বিষয়ে ঘোষণা আসে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে থেকে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আগারগাঁও মোড়ে আসেন। এসময় তারা ‘ডিপ্লোমাদের সিন্ডিকেট, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘একশান টু একশান, ডাইরেক্ট একশান’, ‘বিএসসি’রা ভাই ভাই, ডিপ্লোমাদের ঠাই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন শেকৃবির শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদগুলো কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না। পাশাপাশি কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী ও কৃষিবিদ ঐক্য পরিষদের সদস্য তৌহিদ আহমেদ আশিক বলেন, “আজকে কৃষিবিদ ঐক্য পরিষদের পক্ষ থেকে আগারগাঁও ব্লকড কর্মসূচি ছিল। ইতোমধ্যে আমরা প্রকৌশলীদের অধিকার আন্দোলনে একাত্মতা পোষণ করেছি এবং একই সাথে আমরা আমাদের কৃষি সেক্টরে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো নিরসনের জন্য কৃষিবিদ ঐক্য পরিষদের পক্ষ থেকে ৩ দফা দাবি উপস্থাপন করেছি। এবং আমরা মনে করছি যে দেশের কৃষি সেক্টরে উন্নতির জন্য আমাদের দাবিগুলো বাস্তবায়ন হওয়া অতি জরুরি।”

তিনি আরও বলেন, “আমাদের দাবিগুলো মানার ক্ষেত্রে যদি কাল বিলম্ব করা হয় সেক্ষেত্রে আমরা আরো কঠোর পদক্ষেপের দিকে যাবো, কঠোর কর্মসূচির দিকে যাবো। আমরা আমাদের প্রকৌশলী এবং ডাক্তার ভাইদের সাথে সববেত হয়ে একই কর্মসূচির দিকে আগাবো।”

Please Share This Post in Your Social Media

কৃষিবিদদের তিন দফা দাবিতে স্লোগানে মুখরিত সড়ক

শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও অবরোধ

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
Update Time : ০৩:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দুপুর ১টার দিকে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

এর আগে, বুধবার (২৭ আগস্ট) রাতে এক আলোচনা শেষে এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। পরে ‘কৃষিবিদ ঐক্য পরিষদের’ ফেসবুক গ্রুপ থেকে উক্ত কর্মসূচির বিষয়ে ঘোষণা আসে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে থেকে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আগারগাঁও মোড়ে আসেন। এসময় তারা ‘ডিপ্লোমাদের সিন্ডিকেট, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘একশান টু একশান, ডাইরেক্ট একশান’, ‘বিএসসি’রা ভাই ভাই, ডিপ্লোমাদের ঠাই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন শেকৃবির শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদগুলো কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না। পাশাপাশি কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী ও কৃষিবিদ ঐক্য পরিষদের সদস্য তৌহিদ আহমেদ আশিক বলেন, “আজকে কৃষিবিদ ঐক্য পরিষদের পক্ষ থেকে আগারগাঁও ব্লকড কর্মসূচি ছিল। ইতোমধ্যে আমরা প্রকৌশলীদের অধিকার আন্দোলনে একাত্মতা পোষণ করেছি এবং একই সাথে আমরা আমাদের কৃষি সেক্টরে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো নিরসনের জন্য কৃষিবিদ ঐক্য পরিষদের পক্ষ থেকে ৩ দফা দাবি উপস্থাপন করেছি। এবং আমরা মনে করছি যে দেশের কৃষি সেক্টরে উন্নতির জন্য আমাদের দাবিগুলো বাস্তবায়ন হওয়া অতি জরুরি।”

তিনি আরও বলেন, “আমাদের দাবিগুলো মানার ক্ষেত্রে যদি কাল বিলম্ব করা হয় সেক্ষেত্রে আমরা আরো কঠোর পদক্ষেপের দিকে যাবো, কঠোর কর্মসূচির দিকে যাবো। আমরা আমাদের প্রকৌশলী এবং ডাক্তার ভাইদের সাথে সববেত হয়ে একই কর্মসূচির দিকে আগাবো।”