ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেকৃবির আলোকিত মানুষের দায়িত্বে সাইদ-শাহাদাত

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৯:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ৫৪ Time View

নবগঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মানবসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন রাজ।

বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত দায়িত্ব হস্তান্তর, কর্মী সংবর্ধনা ও নবীন বরণ ২০২৫ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. তাহমিনা আক্তার, মডারেটর মীর মোহাম্মদ আলী এবং সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে আলোকিত মানুষের উদ্যোগে একটি স্কুল পরিচালনা করা হয়। এছাড়া ইফতার বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড নিয়মিতভাবে পরিচালনা করে সংগঠনটি।

অনুষ্ঠানে নবীন শিক্ষাবর্ষের নতুন স্বেচ্ছাসেবীদের সংগঠনে বরণ করা হয়। স্বেচ্ছাসেবীদের উৎসাহ বাড়াতে দেওয়া হয় সেরা শিক্ষক সম্মাননা এবং সেরা স্বেচ্ছাসেবী সংবর্ধনা। দায়িত্ব হস্তান্তরের সময় বিগত কমিটির পক্ষ থেকে নতুন কমিটিকে বার্ষিক আয়–ব্যয়ের হিসাব হস্তান্তর করা হয়।

সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. তাহমিনা আক্তার বলেন, “আলোকিত মানুষ সেবামূলক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বেচ্ছাসেবার মাধ্যমে যদি কয়েকজন মানুষও শিক্ষার আলো পায়, সেটিই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।”

বিদায়ী কমিটির সভাপতি তাজিজুল ইসলাম তুহিন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই এই সংগঠনে কাজ করেছি। আমাদের কমিটি চলমান কাজের পাশাপাশি নতুন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা আমাদের কমিটির বড় সাফল্য।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন সংগঠনটিকে একটি ব্যতিক্রমধর্মী সংগঠন উল্লেখ করে বলেন, “কাউকে একটি অক্ষর শেখাতে পারলেই তার সুফল বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সংগঠনটির মূল কাজ পথশিশুদের শিক্ষাদান এবং শীতবস্ত্র বিতরণ। সাম্প্রতিক ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনও ছিল একটি প্রশংসনীয় উদ্যোগ।”

নবগঠিত কমিটির সভাপতি সাইদ আহম্মেদ বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল নির্মাণ এবং সার্বিক সহযোগিতার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সুবিদার্থে স্কুলের জন্য মাদুর এবং স্কুল ঘরের সামনের অংশে মনোরম পরিবেশ তৈরির জন্য ল্যান্ডস্কেপিংয়ে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

শেকৃবির আলোকিত মানুষের দায়িত্বে সাইদ-শাহাদাত

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
Update Time : ০৯:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মানবসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন রাজ।

বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত দায়িত্ব হস্তান্তর, কর্মী সংবর্ধনা ও নবীন বরণ ২০২৫ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. তাহমিনা আক্তার, মডারেটর মীর মোহাম্মদ আলী এবং সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে আলোকিত মানুষের উদ্যোগে একটি স্কুল পরিচালনা করা হয়। এছাড়া ইফতার বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড নিয়মিতভাবে পরিচালনা করে সংগঠনটি।

অনুষ্ঠানে নবীন শিক্ষাবর্ষের নতুন স্বেচ্ছাসেবীদের সংগঠনে বরণ করা হয়। স্বেচ্ছাসেবীদের উৎসাহ বাড়াতে দেওয়া হয় সেরা শিক্ষক সম্মাননা এবং সেরা স্বেচ্ছাসেবী সংবর্ধনা। দায়িত্ব হস্তান্তরের সময় বিগত কমিটির পক্ষ থেকে নতুন কমিটিকে বার্ষিক আয়–ব্যয়ের হিসাব হস্তান্তর করা হয়।

সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. তাহমিনা আক্তার বলেন, “আলোকিত মানুষ সেবামূলক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বেচ্ছাসেবার মাধ্যমে যদি কয়েকজন মানুষও শিক্ষার আলো পায়, সেটিই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।”

বিদায়ী কমিটির সভাপতি তাজিজুল ইসলাম তুহিন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই এই সংগঠনে কাজ করেছি। আমাদের কমিটি চলমান কাজের পাশাপাশি নতুন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা আমাদের কমিটির বড় সাফল্য।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন সংগঠনটিকে একটি ব্যতিক্রমধর্মী সংগঠন উল্লেখ করে বলেন, “কাউকে একটি অক্ষর শেখাতে পারলেই তার সুফল বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সংগঠনটির মূল কাজ পথশিশুদের শিক্ষাদান এবং শীতবস্ত্র বিতরণ। সাম্প্রতিক ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনও ছিল একটি প্রশংসনীয় উদ্যোগ।”

নবগঠিত কমিটির সভাপতি সাইদ আহম্মেদ বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল নির্মাণ এবং সার্বিক সহযোগিতার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সুবিদার্থে স্কুলের জন্য মাদুর এবং স্কুল ঘরের সামনের অংশে মনোরম পরিবেশ তৈরির জন্য ল্যান্ডস্কেপিংয়ে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন।