ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেকৃবিতে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে ‘Ace the Interview’ কর্মশালা

শেকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৭:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ২৭ Time View

'Ace the interview' শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন উপাচার্য ড. আব্দুল লতিফ

শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কার্যকর যোগাযোগ সক্ষমতা উন্নয়ন এবং আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘Ace the Interview’ শীর্ষক কর্মশালা, যা পরবর্তীতে একটি ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভে রূপ নেয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিটি ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও করপোরেট ব্যাংকিং প্রধান মোহাম্মদ মাহমুদ গনি। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শেকৃবির আউটরীচ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম।

কর্মশালায় বক্তারা চাকরির ইন্টারভিউতে নিজেকে দক্ষভাবে উপস্থাপনের কৌশল, কার্যকর কমিউনিকেশন স্কিল, একটি পেশাদার সিভি তৈরির পদ্ধতি এবং আত্মবিশ্বাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বাস্তব অভিজ্ঞতার আলোকে ইন্টারভিউ বোর্ডে সাধারণ ভুল, সেগুলো এড়ানোর উপায় এবং ইতিবাচক মনোভাব ধরে রাখার বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম বলেন, “আউটরিচ প্রোগ্রামের মূল কাজ হলো গবেষণাকে এক্সপ্লোর করা এবং তা বাইরের জগতে তুলে ধরা। আমার কাছে শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রোডাক্ট। শিক্ষার্থীরা যদি শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশ করে বাইরে যায়, তাহলে আমাদের আউটপুট আরও সমৃদ্ধ হবে। সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি।”

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এ ধরনের উদ্যোগের জন্য সিটি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য সিটি ব্যাংক কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। জ্ঞান অর্জনের উদ্দেশ্যেই শিক্ষার্থীরা লেখাপড়া করে, তবে বর্তমান বিশ্বে জীবিকা নির্বাহের জন্য একটি ভালো চাকরির বিকল্প নেই। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক একটি প্রাচীন ও স্বনামধন্য প্রতিষ্ঠান।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “নিজেদের দক্ষতা প্রমাণ করে সিটি ব্যাংক সহ দেশ ও বিদেশের সকল প্রতিষ্ঠানে নিজেদের জায়গা করে নেবে এটাই আমার এবং আমার বিশ্ববিদ্যালয়ের সকলের প্রত্যাশা।

কর্মশালার শেষ পর্যায়ে সিটি ব্যাংক পিএলসির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভ পরিচালনা করা হয়, যেখানে আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অত্যন্ত সহায়ক বলে মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

শেকৃবিতে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে ‘Ace the Interview’ কর্মশালা

শেকৃবি প্রতিনিধি
Update Time : ০৭:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কার্যকর যোগাযোগ সক্ষমতা উন্নয়ন এবং আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘Ace the Interview’ শীর্ষক কর্মশালা, যা পরবর্তীতে একটি ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভে রূপ নেয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিটি ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও করপোরেট ব্যাংকিং প্রধান মোহাম্মদ মাহমুদ গনি। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শেকৃবির আউটরীচ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম।

কর্মশালায় বক্তারা চাকরির ইন্টারভিউতে নিজেকে দক্ষভাবে উপস্থাপনের কৌশল, কার্যকর কমিউনিকেশন স্কিল, একটি পেশাদার সিভি তৈরির পদ্ধতি এবং আত্মবিশ্বাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বাস্তব অভিজ্ঞতার আলোকে ইন্টারভিউ বোর্ডে সাধারণ ভুল, সেগুলো এড়ানোর উপায় এবং ইতিবাচক মনোভাব ধরে রাখার বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম বলেন, “আউটরিচ প্রোগ্রামের মূল কাজ হলো গবেষণাকে এক্সপ্লোর করা এবং তা বাইরের জগতে তুলে ধরা। আমার কাছে শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রোডাক্ট। শিক্ষার্থীরা যদি শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশ করে বাইরে যায়, তাহলে আমাদের আউটপুট আরও সমৃদ্ধ হবে। সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি।”

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এ ধরনের উদ্যোগের জন্য সিটি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য সিটি ব্যাংক কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। জ্ঞান অর্জনের উদ্দেশ্যেই শিক্ষার্থীরা লেখাপড়া করে, তবে বর্তমান বিশ্বে জীবিকা নির্বাহের জন্য একটি ভালো চাকরির বিকল্প নেই। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক একটি প্রাচীন ও স্বনামধন্য প্রতিষ্ঠান।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “নিজেদের দক্ষতা প্রমাণ করে সিটি ব্যাংক সহ দেশ ও বিদেশের সকল প্রতিষ্ঠানে নিজেদের জায়গা করে নেবে এটাই আমার এবং আমার বিশ্ববিদ্যালয়ের সকলের প্রত্যাশা।

কর্মশালার শেষ পর্যায়ে সিটি ব্যাংক পিএলসির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভ পরিচালনা করা হয়, যেখানে আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অত্যন্ত সহায়ক বলে মত প্রকাশ করেন।