ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়কে ভয় দেখানো হতো : হাসনাত আব্দুল্লাহ লবণের ট্রাকে ইয়াবা পাচারের মামলায় চালকের যাবজ্জীবন রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করায় ৩০০ কোটির ক্ষতিপূরণ গুনছে ইউটিউব পুরান ঢাকাকে আগের ঐতিহ্যে ফিরিয়ে নিবো – আলহাজ্ব আব্দুর রহমান সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না : ক্রীড়া উপদেষ্টা বিজিবি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে : ডিজি লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, ভারতের প্রতিক্রিয়া

শেকৃবিতে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৬:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১২২৪ Time View

দেশব্যাপী ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) র‍্যালি, লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপনসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার।

র‍্যালির পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপন করা হয়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির সভাপতি অধ্যাপক ড. একেএম রুহুল আমিন বলেন, “ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানা মশাবাহিত রোগ বেড়ে যাচ্ছে। সম্পূর্ণ নির্মূল সম্ভব না হলেও প্রতিরোধ করা সম্ভব। এজন্য আমরা লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপন এবং র‍্যালির মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করছি। আমরা প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতা সৃষ্টি করছি, তবে ব্যক্তিগতভাবে যদি আমরা সচেতন না হই তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব নয়।”

তিনি আরও জানান, সচেতনতা সৃষ্টির পাশাপাশি উক্ত কমিটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় নিয়মিত ফগিং ও স্প্রে করা হচ্ছে এবং আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা পরিষ্কার রাখা হচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, “প্রতিবছর মশাবাহিত রোগে অনেক মানুষের মৃত্যু হয়। মশার বংশবিস্তার রোধে ব্রিডিং প্লেস ধ্বংস করতে হবে। কোনো ড্রেনে পানি জমে থাকতে দেওয়া যাবে না। নিয়মিত এডাল্টিসাইড ও লার্ভিসাইড স্প্রে করে এডাল্ট মশা ও লার্ভা উভয়ই নিয়ন্ত্রণ করা সম্ভব।” তিনি সকলকে নিজেদের এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

শেকৃবিতে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
Update Time : ০৬:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

দেশব্যাপী ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) র‍্যালি, লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপনসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার।

র‍্যালির পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপন করা হয়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির সভাপতি অধ্যাপক ড. একেএম রুহুল আমিন বলেন, “ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানা মশাবাহিত রোগ বেড়ে যাচ্ছে। সম্পূর্ণ নির্মূল সম্ভব না হলেও প্রতিরোধ করা সম্ভব। এজন্য আমরা লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপন এবং র‍্যালির মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করছি। আমরা প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতা সৃষ্টি করছি, তবে ব্যক্তিগতভাবে যদি আমরা সচেতন না হই তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব নয়।”

তিনি আরও জানান, সচেতনতা সৃষ্টির পাশাপাশি উক্ত কমিটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় নিয়মিত ফগিং ও স্প্রে করা হচ্ছে এবং আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা পরিষ্কার রাখা হচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, “প্রতিবছর মশাবাহিত রোগে অনেক মানুষের মৃত্যু হয়। মশার বংশবিস্তার রোধে ব্রিডিং প্লেস ধ্বংস করতে হবে। কোনো ড্রেনে পানি জমে থাকতে দেওয়া যাবে না। নিয়মিত এডাল্টিসাইড ও লার্ভিসাইড স্প্রে করে এডাল্ট মশা ও লার্ভা উভয়ই নিয়ন্ত্রণ করা সম্ভব।” তিনি সকলকে নিজেদের এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।