শেকৃবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘রান ফর জাস্টিস’
- Update Time : ০৬:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ১৩০১ Time View
শহীদদের রক্তে রঞ্জিত জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রতীকী মিনি ম্যারাথন ‘রান ফর জাস্টিস’।
শুক্রবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে দৌড়ের সূচনা হয়। শেকৃবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উচ্ছ্বাসের সাথে অংশগ্রহণ করেন।
গত ২৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়। তবে ২৭ জুলাই কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করার ঘোষণায় আয়োজন ঘিরে অনিশ্চয়তা দেখা দেয়। শেষ পর্যন্ত কেন্দ্রের সঙ্গে আলোচনা শেষে ৩০ জুলাই ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, অনুষ্ঠান যথাসময়েই অনুষ্ঠিত হবে।
শহীদদের স্মরণে আয়োজিত এ প্রতীকী দৌড়ে ছেলেদের জন্য ৫০০০ মিটার এবং মেয়েদের জন্য ২৫০০ মিটার দূরত্ব নির্ধারণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং শেকৃবি রোভার স্কাউট গ্রুপ।
প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী পান ৫ হাজার টাকা, আর মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী পান ৩ হাজার টাকা অর্থমূল্যের পুরস্কার। অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয় মেডেল, ক্রেস্ট, জার্সি এবং নাস্তা।
শিক্ষকদের মধ্যেও ছিল আলাদা প্রতিযোগিতা। প্রথম হওয়া দুই শিক্ষক (শিক্ষক ও শিক্ষিকা) পান ১ হাজার টাকা অর্থমূল্যের পুরস্কার এবং ক্রেস্ট-মেডেল। এ সময় কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ফিরোজ মাহমুদ শিক্ষকদের মধ্যে এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক নূর মহল আখতার বানু শিক্ষিকাদের মধ্যে প্রথম হন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার বলেন, “আমি আমার শিক্ষার্থী বা শিক্ষক জীবনে কখনও এই ধরনের আয়োজন দেখিনি। আমরা জুলাইকে ধারণ করি এবং জুলাই শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন করবো।”
তিনি সার্বিক আয়োজনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ জানান।


























































































































































































