শেকৃবিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বর্ণাঢ্য র্যালি

- Update Time : ০২:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ৪৭ Time View
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণির ক্লাস বন্ধ রাখা হয়। বিষয়টি গতকাল (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এছাড়া আজ সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ ছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
জুলাইকে বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় মাস উল্লেখ করে উপাচার্য বলেন, “এ মাসেই বাংলাদেশে স্বৈরাচারের পতন ঘটেছে। দীর্ঘ ১৬-১৭ বছর ধরে দেশের মানুষের ওপর চলমান দুঃশাসনের অবসান ঘটে এই মাসেই।” তিনি জুলাইকে আন্দোলনের মাস হিসেবে আখ্যায়িত করেন।
তিনি আরও বলেন, “ভবিষ্যতে এ দেশে যেন আর কখনও স্বৈরাচার প্রতিষ্ঠিত না হতে পারে, সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। দেশকে দুর্নীতিমুক্ত করাই আমাদের অঙ্গীকার।”