“শেকৃবিতে অতি দ্রুত কৃষি প্রকৌশল অনুষদ খুলতে যাচ্ছি” – উপাচার্য

- Update Time : ১২:৫৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ১১ Time View
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত হলো “বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ভূমিকা” শীর্ষক একটি সেমিনার।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
অনুষ্ঠানের শুরুতে তিনি টিএসসি চত্বরে বিএআরআই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বলেন, “বাংলাদেশের কৃষি খাতে ড্রোন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আর এ ক্ষেত্রে আমাদের কৃষি প্রকৌশলীদেরকেই এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “অতি দ্রুত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল অনুষদ চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কৃষি যান্ত্রিকীকরণে একটি গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কৃষি যান্ত্রিকীকরণ আইডিয়া বিষয়ক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জমা দেওয়া ২১টি আইডিয়ার মধ্যে সেরা তিনটি আইডিয়াকে পুরস্কৃত করা হয়।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারি’র এফএমপিই বিভাগের কৃষি প্রকৌশলী মাহেদি হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারি’র এফএমপিই বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো. নুরুল আমিন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়