শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা

- Update Time : ০৫:১৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ৮০ Time View
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুভাঢ্যা খালটাকে আমরা আবারও ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সাথে প্রবাহমান করে সমৃদ্ধ করে দিতে চাই, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা। খালটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, আমাদের জাতীয় স্বার্থে।
উপদেষ্টা মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে ঝাউবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় শুভাঢ্যা খাল পাড়ে “ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যা খাল পুন:খনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের বাস্তব কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই খালটা অন্য খালগুলোর মতন না। এটা বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী এ দুইটা নদীকে সংযুক্ত করেছে। ফলে পরিবেশগত দিক বিবেচনায় এটার কিন্তু গুরুত্ব অন্য রকম।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, শুভাঢ্যা খালটা গভীর করে খনন করা হবে। এখানে কিছুটা অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। আর যেন অবৈধ দখল না হয়, অবৈধ দখল থেকে বাঁচাতে খালের পাড় খানিকটা করে হলেও ঢালাই করে দিতে হবে। খালের পাড়ে আমরা যতটুকু সম্ভব ওয়াকওয়ে নির্মাণ করে দেবো যাতে আর কেউ এ খাল দখল করতে না পারে। তিনি বলেন, আশা করি আজকে থেকে কাজ শুরু হয়ে যথাসময়ে কাজটা শেষ হবে।
পানি সম্পদ উপদেষ্টা স্থানীয় এলাকাবাসীর প্রতি আবেদন রেখে বলেন, সেনাবাহিনীর সাথে কথা বলে এ খালের কাজটা আমরা তাদেরকে দিয়েছি, আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা এ খাল পুন:খননের কাজে সেনাবাহিনীকে পূর্ণ সহায়তা করবেন।
এই খাল পুনরুদ্ধারের প্রকল্পটা এবং কাজটা একটা দৃশ্যমান এবং দেখার মতন, মনে রাখার মতন করেই সেনাবাহিনী করবে। আপনারা এলাকাবাসী হিসেবে তাদেরকে সর্বোচ্চ সমর্থন দেবেন এটা আমরা প্রত্যাশা করি। আপনাদের সামনে এই খালের পুরোটা বাজেট, কি অর্থ আছে, কত টুকুন অর্থ আছে, এটা পুরোটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তাই দেশের নাগরিক হিসেবে, করদাতা হিসেবে, এলাকাবাসী হিসেবে এটা আপনাদের জানবার অবশ্যই অধিকার আছে।
তিনি আরও বলেন, এ খালের পানি নীল-স্বচ্ছ করতে হলে কিন্তু খালে কারখানার বর্জ্য ফেলা বন্ধ করতে হবে, পয়ো: বর্জ্য ফেলা বন্ধ করতে হবে আর গৃহস্থালীর বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেন, শুভাঢ্যা খাল এ এলাকার ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ যা এ এলাকার পানি প্রবাহে অন্যতম প্রাণভোমরা। অতীতে খালটি ছিল স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পানি নির্গমন পথ, কৃষি ও মৎস্য আহরণের সাথে জড়িত ছিল এ খাল।
তিনি আরও বলেন, পুন:খনন ও পরিষ্কারের মাধ্যমে পানি প্রতিস্থাপন ও প্রবাহ পুনরুদ্ধার হবে যা জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সহায়তা করবে, জলজ ও জীববৈচিত্র ফিরবে এবং স্থানীয় পর্যায়ে দূষণ ও দুর্গন্ধ কমবে। অসাধু ভূমিদস্যু যেন কোনভাবেই খাল দখল এবং কোন অংশ ভরাট করতে না পারে এবিষয়ে উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এছাড়া তিনি খাল দূষণ এবং দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য যে, ৩১৭ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে “ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যা খাল পুন:খনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল মু: হাসান-উজ-জামান। খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোকাব্বির হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: এজাজ, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো: এনায়েত উল্লাহ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়