ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শুটিংয়ে ভাঙচুর, প্রচারে আসছে ইত্যাদির সেই পর্ব

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ৭০ Time View

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’র শুটিংয়ে ভাঙচুরের ঘটনা ঘটে গত ৯ জানুয়ারি। জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানের ওই পর্বটি দেখা যাবে টেলিভিশনে। সেদিন শুটিংয়ে ভাঙচুরের পর অনুষ্ঠান স্থগিত করেছিল কর্তৃপক্ষ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়ীতে ধারণ করা ইত্যাদি দেখা যাবে বিটিভিতে।

ইত্যাদির এই পর্বের মঞ্চ নির্মাণ করা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ির সামনে। অনুষ্ঠান ধারণের জন্য বর্ণিল আলোয় সাজানো হয়েছিল রাজবাড়ি। স্থানীয়দের অনেকে বলেছেন, প্রায় ১শ বছর পর রাজবাড়ি যেন তার হারানো যৌবন ফিরে পেয়েছে।

ইত্যাদির শুটিং উপলক্ষে সেদিন ঠাকুরগাঁও জেলায় ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থল ঘিরে বসে জমজমাট মেলা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানীরা, আনা হয়েছিল নাগরদোলাও। রাণীশংকৈলে ধারণ করা হলেও দর্শকরা আসেন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলাসহ পাশ্ববর্তী জেলা পঞ্চগড় এবং দিনাজপুর থেকেও। বিকাল ৩টা থেকে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন।

সেদিন আমন্ত্রিত দর্শক ছাড়াও অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হন। প্রায় দুই কিলোমিটার প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে দর্শকরা ইত্যাদির নির্মাতা জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতকে দেখার জন্য জোয়ারের মতো অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বসার জায়গা না পেয়ে সেখানে চেয়ার ছুঁড়ে ফেলছেন তারা। স্থানীয়রা জানান, ইতোপূর্বে ঠাকুরগাঁওয়ে কখনও কোন অনুষ্ঠানে এত দর্শক সমাগম হয়নি।

ইত্যাদির এবারের পর্বে রয়েছে ঠাকুরগাঁওয়ের সন্তান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার। সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকারে উঠে এসেছে তার জীবনের অনেক অজানা কথা। গান করেছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও লিজা।

এই পর্বে রয়েছে বালিয়াডাঙ্গীতে অবস্থিত এশিয়ার মসবচেয়ে বড় আমগাছ, ঠাকুরগাঁওয়ের পনির, লোকায়ত জীববৈচিত্র্য জাদুঘর এবং ধারণস্থান রাজা টংকনাথের রাজবাড়ির ওপর প্রতিবেদন। দেশের অন্যতম দার্জিলিং জাতের কমলার বাগান ঠাকুরগাঁওয়ের অরেঞ্জ ভ্যালির ওপর রয়েছে প্রতিবেদন।

আগামী ৩১ জানুয়ারি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর ইত্যাদির এই পর্বটি দেখানো হবে বাংলাদেশ টেলিভিশনে। যথারীতি ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Please Share This Post in Your Social Media

শুটিংয়ে ভাঙচুর, প্রচারে আসছে ইত্যাদির সেই পর্ব

বিনোদন ডেস্ক
Update Time : ০৭:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’র শুটিংয়ে ভাঙচুরের ঘটনা ঘটে গত ৯ জানুয়ারি। জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানের ওই পর্বটি দেখা যাবে টেলিভিশনে। সেদিন শুটিংয়ে ভাঙচুরের পর অনুষ্ঠান স্থগিত করেছিল কর্তৃপক্ষ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়ীতে ধারণ করা ইত্যাদি দেখা যাবে বিটিভিতে।

ইত্যাদির এই পর্বের মঞ্চ নির্মাণ করা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ির সামনে। অনুষ্ঠান ধারণের জন্য বর্ণিল আলোয় সাজানো হয়েছিল রাজবাড়ি। স্থানীয়দের অনেকে বলেছেন, প্রায় ১শ বছর পর রাজবাড়ি যেন তার হারানো যৌবন ফিরে পেয়েছে।

ইত্যাদির শুটিং উপলক্ষে সেদিন ঠাকুরগাঁও জেলায় ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থল ঘিরে বসে জমজমাট মেলা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানীরা, আনা হয়েছিল নাগরদোলাও। রাণীশংকৈলে ধারণ করা হলেও দর্শকরা আসেন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলাসহ পাশ্ববর্তী জেলা পঞ্চগড় এবং দিনাজপুর থেকেও। বিকাল ৩টা থেকে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন।

সেদিন আমন্ত্রিত দর্শক ছাড়াও অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হন। প্রায় দুই কিলোমিটার প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে দর্শকরা ইত্যাদির নির্মাতা জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতকে দেখার জন্য জোয়ারের মতো অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বসার জায়গা না পেয়ে সেখানে চেয়ার ছুঁড়ে ফেলছেন তারা। স্থানীয়রা জানান, ইতোপূর্বে ঠাকুরগাঁওয়ে কখনও কোন অনুষ্ঠানে এত দর্শক সমাগম হয়নি।

ইত্যাদির এবারের পর্বে রয়েছে ঠাকুরগাঁওয়ের সন্তান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার। সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকারে উঠে এসেছে তার জীবনের অনেক অজানা কথা। গান করেছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও লিজা।

এই পর্বে রয়েছে বালিয়াডাঙ্গীতে অবস্থিত এশিয়ার মসবচেয়ে বড় আমগাছ, ঠাকুরগাঁওয়ের পনির, লোকায়ত জীববৈচিত্র্য জাদুঘর এবং ধারণস্থান রাজা টংকনাথের রাজবাড়ির ওপর প্রতিবেদন। দেশের অন্যতম দার্জিলিং জাতের কমলার বাগান ঠাকুরগাঁওয়ের অরেঞ্জ ভ্যালির ওপর রয়েছে প্রতিবেদন।

আগামী ৩১ জানুয়ারি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর ইত্যাদির এই পর্বটি দেখানো হবে বাংলাদেশ টেলিভিশনে। যথারীতি ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।