শীর্ষসন্ত্রাসী জোসেফের সহযোগী পিচ্চি শাহীন গ্রেপ্তার

- Update Time : ০৪:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১২৪ Time View
মোহাম্মদপুরের সাবেক কমিশনার তারেকুজ্জামান ও শীর্ষসন্ত্রাসী জোসেফের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে মোহাম্মদপুর, তেজগাঁও, আদাবরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন- মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি শাহীনের (৪০) অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে। এরপর পৃথক অভিযান চালিয়ে কৃষি মার্কেট, তেজগাঁও শিল্পাঞ্চল ও বসিলা এলাকা থেকে গুড্ডু, শফিকুল এবং সেলিমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, সম্প্রতি দেশকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন তারা। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে জানায় র্যাব।