ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : ০৫:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ৪৪ Time View

উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। তাপমাত্রা নেমেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে পাঁচ কিলোমিটার বেগে।

সোমবার (২০ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা ২.১ ডিগ্রি কমে নেমে এসেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে।

তাপমাত্রা কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। উষ্ণতা পেতে মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। চায়ের দোকানে ভিড় করছেন শ্রমজীবী মানুষ। দূরপাল্লার ভারী যানবাহনকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। তাপমাত্রা কমায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ বেড়েছে। কাজ না পেয়ে বিপাকে পড়েছেন তারা।

এদিকে শীত বেড়ে যাওয়ায় বোরো ধানের বীজতলা ও আলু রসুনের ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অনেকে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন।

কাজের সন্ধানে আসা বিরলের আসাদুজ্জামান বলেন, সকাল ১০টা বেজে গেলেও পাইনি। হয়তো আজও ফিরে যেতে হবে। শীতের কারণে অনেকের কাজ বন্ধ রয়েছে।

ব্যাটারিচালিত অটোরিকশার চালক নাজমুল হোসেন বলেন, কাকডাকা ভোরে বের হয়েছি, কিন্তু ভাড়া নেই। রাস্তাঘাট প্রায় ফাঁকা। শীতে মানুষ বের হচ্ছে না। আবার শীতে বাইরেও থাকা যাচ্ছে না। হু হু করে বাতাস বইছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল পাঁচ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

দিনাজপুর প্রতিনিধি
Update Time : ০৫:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। তাপমাত্রা নেমেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে পাঁচ কিলোমিটার বেগে।

সোমবার (২০ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা ২.১ ডিগ্রি কমে নেমে এসেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে।

তাপমাত্রা কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। উষ্ণতা পেতে মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। চায়ের দোকানে ভিড় করছেন শ্রমজীবী মানুষ। দূরপাল্লার ভারী যানবাহনকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। তাপমাত্রা কমায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ বেড়েছে। কাজ না পেয়ে বিপাকে পড়েছেন তারা।

এদিকে শীত বেড়ে যাওয়ায় বোরো ধানের বীজতলা ও আলু রসুনের ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অনেকে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন।

কাজের সন্ধানে আসা বিরলের আসাদুজ্জামান বলেন, সকাল ১০টা বেজে গেলেও পাইনি। হয়তো আজও ফিরে যেতে হবে। শীতের কারণে অনেকের কাজ বন্ধ রয়েছে।

ব্যাটারিচালিত অটোরিকশার চালক নাজমুল হোসেন বলেন, কাকডাকা ভোরে বের হয়েছি, কিন্তু ভাড়া নেই। রাস্তাঘাট প্রায় ফাঁকা। শীতে মানুষ বের হচ্ছে না। আবার শীতে বাইরেও থাকা যাচ্ছে না। হু হু করে বাতাস বইছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল পাঁচ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।