ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থী সজল হত্যা: শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ৬০ Time View

ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানার সামনে সিটি ইউনিভার্সিটির ছাত্র মো. সাজ্জাদ হোসেন সজলকে (১৯) গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলার করা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আশুলিয়া থানাকে এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বুধবার (২৮ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলা দায়ের করেন নিহতের ভাই মিজানুর রহমান।

মামলায় বাকি আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী।

অভিযোগে মিজানুর রহমান বলেন, তার ভাই গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে বাইপাইলে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিলে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালায় এবং সজলকে তুলে নিয়ে যায়। পুলিশ সজলকে থানা হেফাজতে নির্যাতন করে এবং গুলি করে হত্যা করে। পরে পুলিশ সজলের লাশ একটি লেগুনায় নিয়ে গিয়ে আলামত নষ্ট করতে আগুন ধরিয়ে দেয়।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

শিক্ষার্থী সজল হত্যা: শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

নওরোজ ডেস্ক
Update Time : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানার সামনে সিটি ইউনিভার্সিটির ছাত্র মো. সাজ্জাদ হোসেন সজলকে (১৯) গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলার করা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আশুলিয়া থানাকে এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বুধবার (২৮ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলা দায়ের করেন নিহতের ভাই মিজানুর রহমান।

মামলায় বাকি আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী।

অভিযোগে মিজানুর রহমান বলেন, তার ভাই গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে বাইপাইলে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিলে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালায় এবং সজলকে তুলে নিয়ে যায়। পুলিশ সজলকে থানা হেফাজতে নির্যাতন করে এবং গুলি করে হত্যা করে। পরে পুলিশ সজলের লাশ একটি লেগুনায় নিয়ে গিয়ে আলামত নষ্ট করতে আগুন ধরিয়ে দেয়।

নওরোজ/এসএইচ