ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব  টানা দুই বছর ইসরায়েলে হামলা চালাতে সক্ষম ইরান নির্বাচনের সময়সীমা নিয়ে ইসি এখনো অবগত নয়: সিইসি ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ সাপের কামড়ে চিকিৎসার অভাবে বাড়ছে প্রাণহানি; দেশে নেই নিজস্ব অ্যান্টিভেনম উৎপাদন স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি,কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্রে সেবার সংকট
বৈষম্যবিরোধী আন্দোলন

শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৯:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৫২ Time View

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগ ওঠা মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম সরদারকে বদলি করা হয়েছে। বর্তমানে তাকে  বদলি করে গোয়েন্দা পুলিশ ইউনিটে সংযুক্ত করা হয়েছে। ঘটনার সময় তিনি মেট্রোপলিটন কোতয়ালী থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী।

জানা গেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনকারীদের মিছিলে হামলার ঘটনায় জড়িত বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বদলি করা হয়। কিন্তু ব্যতিক্রম ছিলেন শাহ আলম সরদার। বরং তাকে শাস্তির পরিবর্তে ওসি তদন্ত থেকে পূর্ণ ওসি হিসেবে ১৭ সেপ্টেম্বর তাজহাট থানার দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে মঙ্গলবার তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় জড়িত ওসি শাহ আলম সরদারকে বদলির সিদ্ধান্তকে দায়ীদের ‘রক্ষা ও উৎসাহ দেওয়ার নমুনা’ হিসেবে দেখছেন জুলাই  আন্দোলনের বিপ্লবীরা। তাদের মতে, জড়িত দায়মুক্তি নিশ্চিত করতেই ওসি শাহ আলমকে বদলি করা হয়েছে।

আন্দোলনকারী কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ১৬ জুলাই রংপুর জিলা স্কুলের সামনে জড়ো হন কয়েক শতাধিক শিক্ষার্থী। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হলের দিকে অগ্রসর হলে, পুলিশ লাইন্স মোড়ে এসে বাধার মুখে পড়ে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে বেধড়ক লাঠিচার্জ করে।

অভিযোগ রয়েছে, কোতোয়ালি জোনের তৎকালীন সহকারী কমিশনার আরিফুজ্জামান ও কোতয়ালী থানার তৎকালীন ওসি তদন্ত শাহ আলম সরদারের নির্দেশেই ওই লাঠিচার্জ চালানো হয়। আন্দোলনকারীদের ওপর হামলায় নিজেও অংশ নেন ওসি শাহ আলম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

ভিডিওচিত্র ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ১৬ জুলাইয়ের সেই মিছিলে পুলিশের লাঠিচার্জ শুরু হলে শিক্ষার্থীদের লাথি ও ঘুষি মারতে শাহ আলম সরদারকে দেখা যায়। পুলিশ লাইন্স মোড়ে মিছিল ছত্রভঙ্গ করার সময় শাহ আলম সরদার শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করছেন। এ সময় তার নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরাও আন্দোলনকারীদের ওপর বেপরোয়াভাবে লাঠিচার্জ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম সাক্ষী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব পুলিশ সদস্য আন্দোলন দমন করতে ‘ম্যাসাকার’ চালিয়েছিল, তাদের শুধু এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা হয়েছে। ওসি শাহ আলম সরদারের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তাকে জবাবদিহির আওতায় আনা হয়নি বরং কেবল পদায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের ঘটনাগুলোতে যদি সুবিচার নিশ্চিত না হয়, তবে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।

বদলির বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী বলেন, তাজহাট থানার ওসিকে সরানো হয়েছে। তাকে বর্তমানে গোয়েন্দা ইউনিটে বদলি করা হয়েছে। তবে কি অভিযোগ তাকে সরানো হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

Please Share This Post in Your Social Media

বৈষম্যবিরোধী আন্দোলন

শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৯:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগ ওঠা মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম সরদারকে বদলি করা হয়েছে। বর্তমানে তাকে  বদলি করে গোয়েন্দা পুলিশ ইউনিটে সংযুক্ত করা হয়েছে। ঘটনার সময় তিনি মেট্রোপলিটন কোতয়ালী থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী।

জানা গেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনকারীদের মিছিলে হামলার ঘটনায় জড়িত বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বদলি করা হয়। কিন্তু ব্যতিক্রম ছিলেন শাহ আলম সরদার। বরং তাকে শাস্তির পরিবর্তে ওসি তদন্ত থেকে পূর্ণ ওসি হিসেবে ১৭ সেপ্টেম্বর তাজহাট থানার দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে মঙ্গলবার তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় জড়িত ওসি শাহ আলম সরদারকে বদলির সিদ্ধান্তকে দায়ীদের ‘রক্ষা ও উৎসাহ দেওয়ার নমুনা’ হিসেবে দেখছেন জুলাই  আন্দোলনের বিপ্লবীরা। তাদের মতে, জড়িত দায়মুক্তি নিশ্চিত করতেই ওসি শাহ আলমকে বদলি করা হয়েছে।

আন্দোলনকারী কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ১৬ জুলাই রংপুর জিলা স্কুলের সামনে জড়ো হন কয়েক শতাধিক শিক্ষার্থী। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হলের দিকে অগ্রসর হলে, পুলিশ লাইন্স মোড়ে এসে বাধার মুখে পড়ে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে বেধড়ক লাঠিচার্জ করে।

অভিযোগ রয়েছে, কোতোয়ালি জোনের তৎকালীন সহকারী কমিশনার আরিফুজ্জামান ও কোতয়ালী থানার তৎকালীন ওসি তদন্ত শাহ আলম সরদারের নির্দেশেই ওই লাঠিচার্জ চালানো হয়। আন্দোলনকারীদের ওপর হামলায় নিজেও অংশ নেন ওসি শাহ আলম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

ভিডিওচিত্র ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ১৬ জুলাইয়ের সেই মিছিলে পুলিশের লাঠিচার্জ শুরু হলে শিক্ষার্থীদের লাথি ও ঘুষি মারতে শাহ আলম সরদারকে দেখা যায়। পুলিশ লাইন্স মোড়ে মিছিল ছত্রভঙ্গ করার সময় শাহ আলম সরদার শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করছেন। এ সময় তার নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরাও আন্দোলনকারীদের ওপর বেপরোয়াভাবে লাঠিচার্জ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম সাক্ষী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব পুলিশ সদস্য আন্দোলন দমন করতে ‘ম্যাসাকার’ চালিয়েছিল, তাদের শুধু এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা হয়েছে। ওসি শাহ আলম সরদারের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তাকে জবাবদিহির আওতায় আনা হয়নি বরং কেবল পদায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের ঘটনাগুলোতে যদি সুবিচার নিশ্চিত না হয়, তবে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।

বদলির বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী বলেন, তাজহাট থানার ওসিকে সরানো হয়েছে। তাকে বর্তমানে গোয়েন্দা ইউনিটে বদলি করা হয়েছে। তবে কি অভিযোগ তাকে সরানো হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।