শিক্ষার্থীদের ফ্রি মেডিকেল সেবা দিয়ে তারেক রহমানের জন্মদিন উদযাপন শেকৃবি ছাত্রদলের
- Update Time : ১১:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৪১ Time View
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্রী মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা ক্যাম্পের আয়োজন করে শেকৃবি ছাত্রদল।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সেবা নেন। সরেজমিনে দেখা যায়, অংশগ্রহণকারীরা সিরিয়াল ধরে বিভিন্ন রোগ সম্পর্কে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। আয়োজনে সহযোগিতা করে পার্শ্ববর্তী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল শাখা।
অনুষ্ঠিত ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ মো. আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আশাবুল হক, প্রক্টর ড. মো. আরফান আলী, টিএসসি পরিচালক প্রফেসর মো. আখতার হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার সহ এ্যাব ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, “তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এখনে শিক্ষক, কর্মচারী, স্টুডেন্ট সবাই অংশ গ্রহন করেছে। আমরা এই বিষয়ে আগেই একটি লিস্ট করেছিলাম যেখানে শতাধিক ছেলে ও ৫০ জনের বেশি মেয়ে রেজিস্ট্রেশন করে। যাদের শুধু প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে না পাশাপাশি আমরা তাদের মেডিসিনও সরবারহ করেছি।”
মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়ে শেকৃবি উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, “আজ এমন একজন মানুষের জন্মদিন, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান। যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ। এই জন্মদিন উপলক্ষে শেকৃবি ছাত্রদল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি কর্মসূচির আয়োজন করেছে। একজন মানুষ যখন অসুস্থ থাকে এবং সুস্থ হয়ে ওঠে, তখন সে মন থেকে দোয়া করে।”
উক্ত আয়োজনের জন্য তিনি শাখা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আজকের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে নেই কোনো কেক কাটার অনুষ্ঠান, নেই কোনো হৈ-হুল্লোড় বরং মানুষের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না।”
তিনি আরও বলেন, “দায়িত্ব নেওয়ার পর আমার ইচ্ছা ছিল শেকৃবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া। সবার সহযোগিতায় আমরা তা করতে পেরেছি।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































