শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধান জরুরি
- Update Time : ০৪:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৮৮৮ Time View
গাজীপুরের টঙ্গীতে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির নবীন শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় এক হাজার ৯০০ নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান।
সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. সালমান ফারসি। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মনিরুজ্জামান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিগরি বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম. এম. আল মিনহাজ, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি ইকবাল কবির, জিএস সাঈদুল ইসলাম, এজিএস মঈনুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায় ও নৈতিক চরিত্র গঠনে শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধান জরুরি। দেশে শিক্ষার্থীদের নৈতিক মানের অবনতি লক্ষ্য করা যাচ্ছে। তাই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে । এ শিক্ষার্থীরাই আগামীতে দেশের রাজনীতি, প্রশাসন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথি ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, বিভিন্ন প্রতিকূলতা জয় করে তা’মীরুল মিল্লাত দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশের ইতিহাসে এ মাদ্রাসার গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। অন্যদিকে যুগ্ম সচিব মুহাম্মদ মনিরুজ্জামান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে টঙ্গী শাখায় দুটি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে, যা অবকাঠামোগত উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান সবক প্রদান করেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ যাইনুল আবেদীন। সকাল ৯টায় শুরু হওয়া এ অনুষ্ঠান দুপুর ১২টায় দোয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মাধ্যমে সমাপ্ত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়












































































































































































































