শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক পরীক্ষায় প্রথম কুবির সাবরিনা

- Update Time : ১১:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ১৭৪ Time View
সম্প্রতি প্রকাশিত ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) স্কুল পর্যায়ের ফলাফলে সারাদেশে প্রথম হয়েছেন সাবরিনা ইয়াছমিন রিমি। ১০০ নম্বরের মধ্যে ৯৮ পেয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
সাবরিনা ইয়াছমিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলায়। একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ পাটওয়ারী এবং ফাতেমা আক্তারের এক ছেলে ও এক মেয়ের মধ্যে সাবরিনা ইয়াছমিনই বড়। তিনি ২০১৩ সালে আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পাস করে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ব্যক্তিগত জীবনে সাবরিনা বিবাহিত।
তার এই অর্জনের পেছনের পেছনের গল্প শোনাতে গিয়ে তিনি বলেন, ‘গতানুগতিক উত্তর থেকে একটু ভিন্নভাবে প্রতিটা টপিক এর প্রশ্নোত্তর গুলোকে সাজানোর জন্য আমি গাইড বই, বিভিন্ন ওয়েবসাইট, চ্যাটজিপিটি, ইউটিউব থেকে প্রচুর পরিমাণে সাহায্য নিয়েছি। প্রতিটা প্রশ্নোত্তরকে আমি তথ্যবহুল করে গোছানোর চেষ্টা করেছি। এছাড়া বিগত বছরের প্রশ্নগুলো অনেক ভালো ভাবে অ্যানালাইসিস করতে হয়েছে।’
অনুজদের উদ্দেশ্যে পরামর্শ হিসেবে বলেন, ‘শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় (আইসিটি) এর সিলেবাস মোটামুটি সহজ। এতে ভালো ফলাফল এর জন্য খুব আহামরি পরিশ্রম করতে হবে ব্যাপারটা এমন না। কেউ চাইলে রিটেনের জন্য ২ মাসের ভেতরে একটা ভালো প্রস্তুতি নিয়ে ভালো ফলাফল করতে পারে যদি টেকনিক্যালি পড়াশোনা করে।’
শিক্ষকতা পেশা সম্পর্কে তিনি জানান, ‘কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হতে হবে এটা আমি বিশ্বাস করি না। যেহেতু আইসিটির হাতেখড়িটা স্কুল কলেজ থেকেই শুরু হয়, ছাত্রছাত্রীদের মধ্যে যেন এই বিষয়টির প্রতি ভীতি তৈরি না হয় বরং আগ্রহের সাথে তারা আইসিটির ক্লাসগুলো করে তার জন্য অবশ্যই এখানেও ভালো শিক্ষকের প্রয়োজন রয়েছে। আমি ভবিষ্যতেও এই পেশাতেই থাকতে চাই ইনশাআল্লাহ!’
সাফল্যের বিষয়ে অনুভূতি জানিয়ে বলেন, ‘রিটেন পরীক্ষা অনেক ভালো দিয়েছিলাম, তারপরেও প্রথম হয়ে যাবো এটা কখনো ভাবিনি। রেজাল্ট পাওয়ার পর অবশ্যই অনুভূতিটা অন্যরকম ছিল। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ! পরিবারের সবাইও খুশি।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়