শিকাগোতে দুই সন্তানসহ বাবা-মাকে গুলি করে হত্যা

- Update Time : ০৮:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ২০২ Time View
যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই পরিবারের মা-বাবা, দুই সন্তান এবং তাদের পোষা তিনটি কুকুরকে গুলি করে হত্যা করা হয়েছে।
শিকাগোর শহরতলীতে অবস্থিত একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় রোববার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রোমিওভিলে পুলিশ রুটিন মাফিক পর্যবেক্ষণের জন্য ওই বাড়িতে প্রবেশের পর মৃতদেহগুলো দেখতে পান।
নিহত ওই দম্পতির পরিচয় জানা গেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহতরা হলেন, আলবার্তো রোলন, জোরাইদা বার্তোলোমি এবং তাদের ১০ ও ৭ বছর বয়সী দুই সন্তান অ্যাড্রিয়েল এবং ডিয়েগো।
এছাড়া ঘটনাস্থল থেকে তাদের তিনটি কুকুরের মরদেহও উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত বা রোববার ভোরের দিকে তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোমিওভিল পুলিশের ডেপুটি চিফ ক্রিস বার্ন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, তারা এটা বিশ্বাস করেন না যে, ওই পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন।