ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মামলা, আদালতে খারিজ শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ে চেন্নাইয়ে থালাপতি বিজয়ের সমাবেশে পদপিষ্ট হয়ে ৩৪ জনের মৃত্যু জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে : তারেক রহমান বাদামতলীতে ঢাকা ৭ আসনের মনোনয়ন প্রত্যাশী রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান পাচার হওয়া সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান ড. ইউনূসের ঢাকা ৭ আসনের মানুষের খাদেম হতে চাই – আলহাজ্ব আব্দুর রহমান টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক

শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মামলা, আদালতে খারিজ

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮১ Time View

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ নিয়ে করা মানহানি মামলা খারিজ করেছে দিল্লি হাই কোর্ট।

প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে শাহরুখ, তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ২ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতারকে ব্যঙ্গ করে এবং নিজেকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় আইনি পদক্ষেপ নেন প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে।

মামলায় বিবাদী করা হয়েছে শাহরুখ ও গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনকে।

সমীরের দাবি, ‘দ্য ব্যাডস অব বলিউড’ নামের সিরিজটি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বানানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, সিরিজে তার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এবং এ কারণে সিরিজটি সরানোর আবেদনও জানান।

মামলায় তিনি আদালতের কাছে স্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ভবিষ্যতে তার চরিত্র নিয়ে এমন কোনো কনটেন্ট প্রচার করা না হয়। পাশাপাশি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। সেই অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসায় দান করার কথাও উল্লেখ করেছেন ওয়াংখেড়ে।

তবে আদালত জানায়, বিষয়টি দিল্লিভিত্তিক নয়, তাই মামলাটি এখানকার অধীনে আসে না। ফলে আদালত আবেদনটি গ্রহণ না করে সরাসরি খারিজ করে দেয়।

২০২১ সালের অক্টোবরে একটি প্রমোদতরীতে মাদকবিরোধী অভিযানে আরিয়ান খান গ্রেপ্তার হন। তখন তদন্তের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে আরিয়ান খানের বিরুদ্ধে কোনো প্রমাণ না মেলায় তিনি মুক্তি পান।

চলতি বছর আরিয়ান খানের নির্মিত ‘ব্যাডস অব বলিউড’ সিরিজে মাদককাণ্ডের ঘটনা নিয়ে ব্যঙ্গাত্মক সংলাপ ও চরিত্র উপস্থাপন করা হয়। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওয়াংখেড়ে আইনি পথে যান। আদালতের খারিজের ফলে এ মামলা আর আগানোর সুযোগ নেই।

১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হওয়া সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান খান। প্রথম কাজেই বিতর্কে জড়িয়ে পড়লেন শাহরুখপুত্র। সিরিজের প্রথম পর্বেই দেখা যায়, সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক পাতলা গড়নের অফিসার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। চেহারা ও আচার-আচরণে মিল থাকায় দর্শকদের অনেকেই চরিত্রটিকে সমীর ওয়াংখেড়ের সঙ্গে তুলনা করছেন। এই দৃশ্য নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ অক্টোবর মুম্বাই থেকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। ২৫ দিন জেলে কাটানোর পর জামিনে মুক্তি পান তিনি। পরে ২০২২ সালের মে মাসে সব অভিযোগ থেকে অব্যাহতি পান। সেই আলোচিত অধ্যায়কেই নতুনভাবে পর্দায় তুলে ধরেছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। আর সেটিই এবার টেনে নিলো শাহরুখ–আরিয়ানকে আদালতের কাঠগড়ায়।

Please Share This Post in Your Social Media

শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মামলা, আদালতে খারিজ

বিনোদন ডেস্ক
Update Time : ১২:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ নিয়ে করা মানহানি মামলা খারিজ করেছে দিল্লি হাই কোর্ট।

প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে শাহরুখ, তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ২ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতারকে ব্যঙ্গ করে এবং নিজেকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় আইনি পদক্ষেপ নেন প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে।

মামলায় বিবাদী করা হয়েছে শাহরুখ ও গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনকে।

সমীরের দাবি, ‘দ্য ব্যাডস অব বলিউড’ নামের সিরিজটি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বানানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, সিরিজে তার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এবং এ কারণে সিরিজটি সরানোর আবেদনও জানান।

মামলায় তিনি আদালতের কাছে স্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ভবিষ্যতে তার চরিত্র নিয়ে এমন কোনো কনটেন্ট প্রচার করা না হয়। পাশাপাশি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। সেই অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসায় দান করার কথাও উল্লেখ করেছেন ওয়াংখেড়ে।

তবে আদালত জানায়, বিষয়টি দিল্লিভিত্তিক নয়, তাই মামলাটি এখানকার অধীনে আসে না। ফলে আদালত আবেদনটি গ্রহণ না করে সরাসরি খারিজ করে দেয়।

২০২১ সালের অক্টোবরে একটি প্রমোদতরীতে মাদকবিরোধী অভিযানে আরিয়ান খান গ্রেপ্তার হন। তখন তদন্তের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে আরিয়ান খানের বিরুদ্ধে কোনো প্রমাণ না মেলায় তিনি মুক্তি পান।

চলতি বছর আরিয়ান খানের নির্মিত ‘ব্যাডস অব বলিউড’ সিরিজে মাদককাণ্ডের ঘটনা নিয়ে ব্যঙ্গাত্মক সংলাপ ও চরিত্র উপস্থাপন করা হয়। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওয়াংখেড়ে আইনি পথে যান। আদালতের খারিজের ফলে এ মামলা আর আগানোর সুযোগ নেই।

১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হওয়া সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান খান। প্রথম কাজেই বিতর্কে জড়িয়ে পড়লেন শাহরুখপুত্র। সিরিজের প্রথম পর্বেই দেখা যায়, সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক পাতলা গড়নের অফিসার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। চেহারা ও আচার-আচরণে মিল থাকায় দর্শকদের অনেকেই চরিত্রটিকে সমীর ওয়াংখেড়ের সঙ্গে তুলনা করছেন। এই দৃশ্য নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ অক্টোবর মুম্বাই থেকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। ২৫ দিন জেলে কাটানোর পর জামিনে মুক্তি পান তিনি। পরে ২০২২ সালের মে মাসে সব অভিযোগ থেকে অব্যাহতি পান। সেই আলোচিত অধ্যায়কেই নতুনভাবে পর্দায় তুলে ধরেছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। আর সেটিই এবার টেনে নিলো শাহরুখ–আরিয়ানকে আদালতের কাঠগড়ায়।