শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ে

- Update Time : ১২:২২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৯ Time View
মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতারকে ব্যঙ্গ করে এবং নিজেকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় আইনি পদক্ষেপ নিলেন প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নির্মাণ ও প্রচারের দায়ে তিনি দিল্লি হাইকোর্টে মানহানির মামলা করেছেন।
মামলায় বিবাদী করা হয়েছে শাহরুখ ও গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনকে। সমীরের দাবি, ‘দ্য ব্যাডস অব বলিউড’ নামের সিরিজটি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বানানো হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মামলায় তিনি আদালতের কাছে স্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ভবিষ্যতে তার চরিত্র নিয়ে এমন কোনো কনটেন্ট প্রচার করা না হয়। পাশাপাশি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। সেই অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসায় দান করার কথাও উল্লেখ করেছেন ওয়াংখেড়ে।
১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হওয়া সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান খান। প্রথম কাজেই বিতর্কে জড়িয়ে পড়লেন শাহরুখপুত্র। সিরিজের প্রথম পর্বেই দেখা যায়, সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক পাতলা গড়নের অফিসার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। চেহারা ও আচার-আচরণে মিল থাকায় দর্শকদের অনেকেই চরিত্রটিকে সমীর ওয়াংখেড়ের সঙ্গে তুলনা করছেন। এই দৃশ্য নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ অক্টোবর মুম্বাই থেকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। ২৫ দিন জেলে কাটানোর পর জামিনে মুক্তি পান তিনি। পরে ২০২২ সালের মে মাসে সব অভিযোগ থেকে অব্যাহতি পান। সেই আলোচিত অধ্যায়কেই নতুনভাবে পর্দায় তুলে ধরেছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। আর সেটিই এবার টেনে নিলো শাহরুখ–আরিয়ানকে আদালতের কাঠগড়ায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়