শাহরুখের ‘জওয়ান’ পুতুল ভাইরাল

- Update Time : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৮৩ Time View
সময়টা এখন বলিউড কিং খানের। দীর্ঘদিনের খরা কাটাতে মাঝখানে চার বছরের বিরতি দিয়ে ফিরেই যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেলেন। এরপর শুধুই ইচ্ছে পূরণ করছেন শাহরুখ খান। বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে বাজিমাত, এবার পালা ‘জওয়ান’র।
প্রিভিউ রিলিজ পাওয়ার পর থেকেই ‘জওয়ান’ ঝড়ে কুপোকাত পুরো নেটপাড়া। রিলিজের ২৪ ঘণ্টাতেই ১০০ মিলিয়নের ওপর ভিউ। এই সিনেমার পয়লা ঝলকে বলিউড বাদশাকে যে চারটি ভিন্ন লুকে দেখা গিয়েছে, তা নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। শাহরুখ শুধু ভারতেই জনপ্রিয় নন, সারা বিশ্বেই রয়েছে তার অনুরাগীর সংখ্যা। এবার ভাইরাল হলো ‘জওয়ান’ পুতুল।
ন্যাড়া মাথা, চোখে সানগ্লাস। কাঁচা-পাকা দাঁড়ির স্টাইল। হাতে ব্যান্ডেজ। পোশাকের রঙেও উনিশ-বিশ নেই! যেন হুবহু ‘জওয়ান’-এর শাহরুখ খান। এমন এক পুতুল তৈরি করে তাক লাগিয়ে দিলেন কিং খানের মার্কিনী ভক্তরা। সেই ‘জওয়ান’ পুতুলের ঝলক শেয়ার করে তাদের মুখে নাইট রাইডার্স বাহিনীর মন্ত্রও শোনা গেল, ‘করব লড়ব জিতব রে।’
পেজে উইলসন নামে পেশায় একজন শিল্পী শাহরুখ-ভক্তই ওই পুতুল তৈরি করেছে। ‘জওয়ান’ প্রিভিউয়ের একেবারে শেষ দৃশ্যে শাহরুখকে মেট্রোর ভিতরে যেখানে ‘বে করার করকে হামকে ইউ না জাইয়ে..’ গানের দৃশ্যে নাচতে দেখা গিয়েছে, অবিকল সেই লুকের অনুকরণেই ‘জওয়ান’ পুতুল তৈরি করেছেন ওই ভক্ত।
Dearest, most talented @iamsrk, hope it's not too soon for my #SRK doll tributes to your knockout #JawanPrevue #JawanTrailer! It's so multifaceted that we may not be able to exhaust its thrills by re-watching it endlessly before the whole #Jawan story is known–but we'll try!… pic.twitter.com/DK5rySEUqr
— Paige Wilson (@breakfreeofbox) July 11, 2023
প্রসঙ্গত, অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। আগাম ঝলকে অ্যাকশনে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।