ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখের ছবি হিট হোক, কেন চাননি গৌরী

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৩৯৪ Time View

বলিউডের অন্যতম সেরা কাপল ও আলোচিত জুটি শাহরুখ খান ও গৌরী খান। যাদের ভালোবাসার গল্প থাকে সবার মুখে মুখে। সেই জুটির ভেতরে থাকা সত্য শুনলে এক কথায় চমকে যেতে হয়।

শাহরুখ খান একসময় গৌরী খানকে অনুসরণ করেই চলে এসেছিলেন মায়ানগরীতে। অথচ সেই গৌরী খান নাকি চেয়েছিলেন শাহরুখ খানের ছবি ফ্লপ হোক।

তিনি চেয়েছিলেন শাহরুখ যেন মুম্বাই ছেড়ে চলে যান। গৌরী খান চাননি শাহরুখ খান বলিউডে কাজ করুক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই খোলাসা করেন গৌরী। বলেন, সবাই ভাবেন আমি হয়ত শাহরুখের পাশে সব সময় থাকতে পছন্দ করি কিন্তু সত্যিটা এমন নয়।

আমি নিজে একটা সময় চেয়েছিলাম, শাহরুখের ছবি ফ্লপ হোক। কারণও স্পষ্ট করেন তিনি। গৌরী বলেন, আমি তো জানি ছবির জগতে জায়গা করা কতটা কঠিন।

আমি ভাবিনি যে ওর ছবি হিট হয়ে যাবে। যখন দেখতাম ও ছবির জগতে পা রাখতে চাইছে, তখন আমার মোটেও ভালো লাগত না।

আমার মাত্র ২১ বছর বয়সে বিয়ে হয়েছে। তখন আমি চাইতাম ওর ছবি যদি হিট না হয় তাহলে আমরা দিল্লি ফিরে আসতে পারব।

শাহরুখ পত্নী বলেন, তখন ছবি কীভাবে হয়, এই জগতে কাজ কীভাবে চলে সবটাই আমার কাছে খুব নতুন ছিল।

সেই কারণে বিষয়টা থেকে আমি সরে আসতে চেয়েছিলাম। তাই তখন চাইতাম ওর কোনো ছবি যেন না চলে, সব ছবি যেন ফ্লপ হয়ে যায়।

কিন্তু যখন ছবি চলতে শুরু করল, আমি বুঝতে পারছিলাম না, ঠিক কী ঘটে গেল। সব ভালো হচ্ছে। আমি বুঝতেই পারলাম না কখন শাহরুখ খান এত বড় স্টার হয়ে গেল।

Please Share This Post in Your Social Media

শাহরুখের ছবি হিট হোক, কেন চাননি গৌরী

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৬:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

বলিউডের অন্যতম সেরা কাপল ও আলোচিত জুটি শাহরুখ খান ও গৌরী খান। যাদের ভালোবাসার গল্প থাকে সবার মুখে মুখে। সেই জুটির ভেতরে থাকা সত্য শুনলে এক কথায় চমকে যেতে হয়।

শাহরুখ খান একসময় গৌরী খানকে অনুসরণ করেই চলে এসেছিলেন মায়ানগরীতে। অথচ সেই গৌরী খান নাকি চেয়েছিলেন শাহরুখ খানের ছবি ফ্লপ হোক।

তিনি চেয়েছিলেন শাহরুখ যেন মুম্বাই ছেড়ে চলে যান। গৌরী খান চাননি শাহরুখ খান বলিউডে কাজ করুক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই খোলাসা করেন গৌরী। বলেন, সবাই ভাবেন আমি হয়ত শাহরুখের পাশে সব সময় থাকতে পছন্দ করি কিন্তু সত্যিটা এমন নয়।

আমি নিজে একটা সময় চেয়েছিলাম, শাহরুখের ছবি ফ্লপ হোক। কারণও স্পষ্ট করেন তিনি। গৌরী বলেন, আমি তো জানি ছবির জগতে জায়গা করা কতটা কঠিন।

আমি ভাবিনি যে ওর ছবি হিট হয়ে যাবে। যখন দেখতাম ও ছবির জগতে পা রাখতে চাইছে, তখন আমার মোটেও ভালো লাগত না।

আমার মাত্র ২১ বছর বয়সে বিয়ে হয়েছে। তখন আমি চাইতাম ওর ছবি যদি হিট না হয় তাহলে আমরা দিল্লি ফিরে আসতে পারব।

শাহরুখ পত্নী বলেন, তখন ছবি কীভাবে হয়, এই জগতে কাজ কীভাবে চলে সবটাই আমার কাছে খুব নতুন ছিল।

সেই কারণে বিষয়টা থেকে আমি সরে আসতে চেয়েছিলাম। তাই তখন চাইতাম ওর কোনো ছবি যেন না চলে, সব ছবি যেন ফ্লপ হয়ে যায়।

কিন্তু যখন ছবি চলতে শুরু করল, আমি বুঝতে পারছিলাম না, ঠিক কী ঘটে গেল। সব ভালো হচ্ছে। আমি বুঝতেই পারলাম না কখন শাহরুখ খান এত বড় স্টার হয়ে গেল।