শাহবাগে চিকিৎসকদের অবরোধ, যান চলাচল বন্ধ

- Update Time : ০৫:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ৬৭ Time View
বেতন বাড়ানোর দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে তারা শাহবাগ মোড় এ অবরাধ করেন।
এতে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে একই দাবিতে সকাল থেকে কর্মবিরতি ঘোষণা করে বিএসএমএমইউতে অবস্থান নেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। পরে তারা রাস্তা অবরোধ করেন।
অবরোধকারীরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসককে ২৫ হাজার টাকা ভাতা দেওয়া হয়। এ টাকায় পরিবারের খরচ বহন কোনোভাবেই সম্ভব নয়। এ ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।
পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, সরকার যদি আমাদের সঙ্গে বসতে চায় তাহলে সেই দরজা খোলা। আর যদি বসতে না চায় তাহলে সমাধান হবে রাস্তায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আজ দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা শাহবাগ মোড় বন্ধ করে অবস্থান নিয়েছেন। আমরা কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করছি। চিকিৎসদের এই অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।
নওরোজ/এসএইচ