ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে হঠাৎ আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১০ Time View

বিমানবন্দরে হঠাৎ আগুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা গেছে। সোমবার বিকেল সোয়া তিনটার দিকে বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন লাগার খবর পেয়ে সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন।

বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিমানবন্দর ১ নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে কেউ ফেলে দিয়েছে।

বিমানবন্দরের কর্মকতারা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

শাহজালাল বিমানবন্দরে হঠাৎ আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা গেছে। সোমবার বিকেল সোয়া তিনটার দিকে বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন লাগার খবর পেয়ে সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন।

বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিমানবন্দর ১ নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে কেউ ফেলে দিয়েছে।

বিমানবন্দরের কর্মকতারা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।