শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন

- Update Time : ০৩:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ৭৮ Time View
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আজ শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, আজ শনিবার ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ চলছে। তবে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩৪ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় চারটি ইউনিট। তারা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা নিয়ন্ত্রণের কাজ করছে। আরও ৯টি ইউনিট শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা দিয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।