শারদীয় দুর্গাপূজায় শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু

- Update Time : ১২:০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৩৬৬ Time View
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের নির্বিঘ্ন বাড়ি ফেরা সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ঘোষিত ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাস থেকে গাজীপুর চৌরাস্তার উদ্দেশে দুটি বাস ছাড়ে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাসমী বলেন, “ছুটির সময়ে শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। গাজীপুর পর্যন্ত বাস ব্যবস্থা করা সহজ ছিল না, তবে উপাচার্য ও সিন্ডিকেটের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে যাত্রা করতে পারে, সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “ক্যাম্পাস থেকে বাড়ি ফেরা বিশেষত ছুটির সময়ে শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকে। এবার বিশেষ বাস চালু হওয়ায় এই সমস্যার সমাধান হয়েছে। আমরা আশা করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের যাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে।”
একাধিক শিক্ষার্থী জানান, “ক্যাম্পাস থেকে বাড়ি ফেরা সবসময়ই ঝামেলার ছিল, বিশেষ করে ছুটির সময়ে। নির্দিষ্ট পরিবহন না থাকায় বাসস্ট্যান্ডে গিয়ে ভোগান্তি পোহাতে হতো। এবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ বাস চালু হওয়ায় যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে।”
পরিবহন প্রশাসনের তথ্যমতে, ছুটির সময়ে মোট তিনটি বাস চালু করা হয়েছে। একটি ভালুকার জন্য এবং দুটি গাজীপুর চৌরাস্তার জন্য। গাজীপুরের বাসটি নিয়মিতভাবে প্রতি বৃহস্পতিবার বিকালে চলবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়