ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আইন-আদালত
  • Update Time : ০২:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ২৩ Time View

নারায়ণগঞ্জের সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এ পরোয়ানা জারি করেন আদালত। প্রসিকিউটর সূত্র জানায়, আটজনের নামের তালিকায় অয়ন ওসমানের নাম রয়েছে। তবে বাকি আসামিদের নাম উল্লেখ করেনি।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতে সোমবার রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন টিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

পরে ট্রাইব্যুনালের ফটকে সংবাদ ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আসামিরা সবাই জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা সবাই অস্ত্রধারী ছিলেন।

তাজুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানে কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান ও তাঁর সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন।

আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী সদস্য উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না।

Please Share This Post in Your Social Media

শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আইন-আদালত
Update Time : ০২:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

নারায়ণগঞ্জের সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এ পরোয়ানা জারি করেন আদালত। প্রসিকিউটর সূত্র জানায়, আটজনের নামের তালিকায় অয়ন ওসমানের নাম রয়েছে। তবে বাকি আসামিদের নাম উল্লেখ করেনি।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতে সোমবার রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন টিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

পরে ট্রাইব্যুনালের ফটকে সংবাদ ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আসামিরা সবাই জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা সবাই অস্ত্রধারী ছিলেন।

তাজুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানে কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান ও তাঁর সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন।

আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী সদস্য উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না।