শাবির ইতিহাসে প্রথম কুরআন অলিম্পিয়াডে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

- Update Time : ০৯:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ৭১ Time View
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ইনকিলাব ফোরাম’ এর উদ্দ্যোগে প্রথমবারের মতো কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ছেলেদের ও ‘এ’ বিল্ডিংয়ের গ্যালারি রুমে মেয়েদের ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুরআন অলিম্পিয়াডে মোট ৩৫৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম। এর মধ্যে ২২৩ জন ছেলে ও ১৩১ জন মেয়ে রেজিস্ট্রেশন করেছেন। গত ১৯ ডিসেম্বর রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। রেজিস্ট্রেশন চলে ৯ জানুয়ারি পর্যন্ত।
প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কুরআন অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের চোখে ছিল কুরআনকে জানার অধীর আগ্রহ। অলিম্পিয়াডে অংশে নিয়ে মাজেদা সুলতানা বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি এরকম কোনো আয়োজন দেখতে পাইনি। বিশ্ববিদ্যালয়ে সবসময় অপসংস্কৃতির চর্চাটা বেশি হয়। মানুষের মূল্যবোধ ও নৈতিকতা শেখার জন্য ধর্মীয় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইনকিলাব ফোরামকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোনেম শাহরিয়ার রেদোয়ান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমরা উচ্চশিক্ষা ডিগ্রি অর্জন করে বেরিয়ে যাই অথচ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ অনেকে জানিনা বা বুঝার চেষ্টাও করি না। এই কুরআন অলিম্পিয়াডে অংশগ্রহণের ফলে, কয়েকদিন ভালোভাবে কুরআন ও তাফসিরগ্রন্থ পড়ার ও জানার সুযোগ হয়েছে। তাই এরকম প্রোগ্রাম আরো চাই।
ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাঝে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় সংস্কৃতি চর্চার লক্ষ্য আমরা প্রথমবারের মতো কুরআন অলিম্পিয়াডের আয়োজন করেছি। এই অলিম্পিয়াডে শিক্ষার্থীদের অনেক সাড়া ফেলেছে। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরো ভালো কিছু আয়োজন করার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়