শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই : মোদি

- Update Time : ১০:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ৬৫ Time View
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় সময় সোমবার (২৬ মে) পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে একটি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। অনেকটা হুঁশিয়ারির সুরে বলেন, ‘রুটি খান এবং শান্তিতে জীবনযাপন করুন, নইলে আমার গুলি তো আছেই।’ এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস ও এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।
তিনি বলেছেন, পাকিস্তানের জনগণই কেবল সন্ত্রাসবাদের এই রোগ থেকে দেশকে মুক্ত করতে পারে। পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই — সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা কী অর্জন করেছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আপনারা (পাকিস্তান) কোথায়?
গুজরাটে এক সমাবেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের জনগণকে এগিয়ে আসতে হবে। তাদের যুবসমাজকে এগিয়ে আসতে হবে।’
‘১৯৭১ সালে পাকিস্তান ভুজ এয়ারবেসে হামলা করেছিল এবং আমাদের নারীরা মাত্র ৭২ ঘণ্টার মধ্যে রানওয়ে মেরামত করেছিলেন। পাকিস্তানের হামলার জবাব এতই শক্তিশালী ছিল যে তাদের সমস্ত এয়ারবেস আজও আইসিইউ-তে রয়েছে এবং তখনই পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল,’ মোদি বলেন।
তার এই মন্তব্যের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ একটি ‘খোলাখুলি ব্যবসা’, যা রাষ্ট্র ও সেনাবাহিনী দ্বারা অর্থায়ন, সংগঠিত ও ব্যবহৃত হয়।
এর আগে, গুজরাটের দাহোদে এক সমাবেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদি ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত ‘অপারেশন সিন্ধুর’ (পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলিতে সুনির্দিষ্ট হামলা)-এর উদাহরণ দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন।