ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগ নেতা তারেক আজিজ এখনো ধরাছোঁয়ার বাইরে কৃষি বাজার মোবাইল অ্যাপসের উদ্বোধন আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন: প্রধান বিচারপতি এখনো সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয় : কামাল আহমেদ অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল মোবাইল নিয়ে ব্যাটিং করতে নেমে ভাইরাল কাউন্টি ক্রিকেটার হ্যাকারের কবলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ ১৯ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা, অতঃপর র‌্যাবের জালে ধরা গাঁজা চাষ ও সেবনের বৈধতা চেয়ে মেক্সিকোতে বিশাল র‍্যালি আফতাবনগরে বসানো যাবে না পশুর হাট: হাইকোর্ট

শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ, যা বললনে ইধিকা

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / ১৬০ Time View

ঈদে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত প্রিয়তমা সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমা ঈদের অন্যতম ব্যবসাসফল সিনেমা, এখনো অনেক হলেই সিনেমাটি হাউজফুল যাচ্ছে।

সিনেমার এই জনপ্রিয়তা পেয়ে যাওয়াকে অপ্রত্যাশিত মনে করছেন অভিনেত্রী ইধিকা পাল। শুধু তাই নয়, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াকে সোনায় সোহাগা বলে মনে করেন তিনি।ইধিকা বললেন, ‘আমাদের কলকাতায় হিন্দিতে বলে ছোনেপে ছোহাগা, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে ছোনেপে ছোহাগা।’ ইধিকা রোববার আকস্মিকভাবেই ঢাকায় এসেছেন।

গত সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নায়িকা। সেখানেই বললেন, আমার প্রথম অভিনয় করা সিনেমাটি মুক্তি পেয়েই এরকমভাবে সফল হয়েছে, একটু প্রত্যাশার বাইরে একটা ঘটনাটা ঘটে ঘটেছে। তো যথারীতি খুবই ভালো লাগছে। প্রিয়তমা সিনেমায় শাকিবের সঙ্গে ব্যবহৃত সংলাপগুলোও মজা করে ক্যামেরার সামনে বলেন ইধিকা পাল।

কদিন আগেই ঢাকায় এসেছিলেন, মুখ ঢেকে নিজের সিনেমা দেখেছেন। এরমধ্যে ফের এলেন। তবে এই সফরটাকে সিনে সাংবাদিকরা দেখছেন অন্যভাবে। অনেকেরই অভিমত ইধিকা হয়তো বাংলাদেশের নতুন সিনেমা করতে যাচ্ছেন, কার এজন্যই এবারের ঢাকা সফর। এক প্রশ্নের জবাবে জানালেন, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়া বড় ব্যাপার। ইধিকা বলেন, ‘যখন আমি শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পাই, সেই অনুভূতিটা অন্যরকম ছিল।

আসলে শাকিবের এগেইনস্টে সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। আর অভিনয়ের আগে তো শাকিব খানের সব মুভিই আমি কলকাতায় দেখে নিয়েছি। তাই সেই জায়গা থেকে ব্যাপারটা এমনই ছিল।’ বাংলাদেশের কোনো অভিনেত্রীর অভিনয় ভালো লাগে এমন প্রশ্নের জবাব সুকৌশলে এড়িয়ে গেলেন। বললেন, অনেকের অভিনয়ই ভালো লাগে। একজনের নাম বললে আরেকজন মন খারাপ করতে পারেন। তাই কোনো নাম নয়।’

Please Share This Post in Your Social Media

শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ, যা বললনে ইধিকা

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৮:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

ঈদে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত প্রিয়তমা সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমা ঈদের অন্যতম ব্যবসাসফল সিনেমা, এখনো অনেক হলেই সিনেমাটি হাউজফুল যাচ্ছে।

সিনেমার এই জনপ্রিয়তা পেয়ে যাওয়াকে অপ্রত্যাশিত মনে করছেন অভিনেত্রী ইধিকা পাল। শুধু তাই নয়, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াকে সোনায় সোহাগা বলে মনে করেন তিনি।ইধিকা বললেন, ‘আমাদের কলকাতায় হিন্দিতে বলে ছোনেপে ছোহাগা, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে ছোনেপে ছোহাগা।’ ইধিকা রোববার আকস্মিকভাবেই ঢাকায় এসেছেন।

গত সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নায়িকা। সেখানেই বললেন, আমার প্রথম অভিনয় করা সিনেমাটি মুক্তি পেয়েই এরকমভাবে সফল হয়েছে, একটু প্রত্যাশার বাইরে একটা ঘটনাটা ঘটে ঘটেছে। তো যথারীতি খুবই ভালো লাগছে। প্রিয়তমা সিনেমায় শাকিবের সঙ্গে ব্যবহৃত সংলাপগুলোও মজা করে ক্যামেরার সামনে বলেন ইধিকা পাল।

কদিন আগেই ঢাকায় এসেছিলেন, মুখ ঢেকে নিজের সিনেমা দেখেছেন। এরমধ্যে ফের এলেন। তবে এই সফরটাকে সিনে সাংবাদিকরা দেখছেন অন্যভাবে। অনেকেরই অভিমত ইধিকা হয়তো বাংলাদেশের নতুন সিনেমা করতে যাচ্ছেন, কার এজন্যই এবারের ঢাকা সফর। এক প্রশ্নের জবাবে জানালেন, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়া বড় ব্যাপার। ইধিকা বলেন, ‘যখন আমি শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পাই, সেই অনুভূতিটা অন্যরকম ছিল।

আসলে শাকিবের এগেইনস্টে সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। আর অভিনয়ের আগে তো শাকিব খানের সব মুভিই আমি কলকাতায় দেখে নিয়েছি। তাই সেই জায়গা থেকে ব্যাপারটা এমনই ছিল।’ বাংলাদেশের কোনো অভিনেত্রীর অভিনয় ভালো লাগে এমন প্রশ্নের জবাব সুকৌশলে এড়িয়ে গেলেন। বললেন, অনেকের অভিনয়ই ভালো লাগে। একজনের নাম বললে আরেকজন মন খারাপ করতে পারেন। তাই কোনো নাম নয়।’