শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
- Update Time : ০৯:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৩৪৩০ Time View
টাঙ্গাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ এবং আর্মি মেডিকেল কোরের ৮২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের মাঠে এ কুচকাওয়াজ ও প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ।
আর্মি মেডিকেল কোরের ৮২তম রিক্রুট ব্যাচে মোট ৫৬৫ জন নবীন সৈনিক প্রশিক্ষন সমাপন করেন। অনুষ্ঠানে নবীন সৈনিকদের কুচকাওয়াজ, শপথ গ্রহণ ও পুরস্কার বিতরণ করা হয়।
১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ নবীন সৈনিকদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশপ্রেম, শৃঙ্খলা ও সততা সেনাবাহিনীর মূল ভিত্তি। আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলে দেশের সেবা ও কল্যাণে কাজ করতে হবে।সআর্মি মেডিকেল কোরে যোগ দিয়ে তারা মানবতার সেবায় নতুন অধ্যায়ের সূচনা করল। দেশের প্রয়োজনে তারা যেন সর্বদা প্রস্তুত থাকে।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোয়াচ্ছেক আহমদসহ বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল, অফিসার, সৈনিক, প্রশিক্ষক, রিক্রুটদের পরিবারবর্গ ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়










































































































































































